ই-পেপার বিজ্ঞাপনের তালিকা শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৭ আশ্বিন ১৪৩০
ই-পেপার শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin Mohammad City (Online AD).jpg

https://www.shomoyeralo.com/ad/780-90.jpg
হত্যার হুমকি পেলেন হ্যারি পটারের লেখিকা
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রোববার, ১৪ আগস্ট, ২০২২, ৪:৩০ পিএম আপডেট: ১৪.০৮.২০২২ ৪:৩৪ পিএম | অনলাইন সংস্করণ  Count : 169

এবার প্রাণনাশের হুমকি পেলেন হ্যারি পটার খ্যাত লেখিকা জে কে রাউলিং। সালমান রুশদির ওপর হামলার নিন্দা জানিয়ে টুইট করেন তিনি। সেখানে একজন টুইটার ব্যবহারকারী রাউলিং কে হত্যার হুমকি দেয়।

সামলান রুশদির ওপর হামলার পরে তিনি টুইটারে লিখেন, ‘ভয়াবহ খবর। প্রচন্ড অসুস্থ বোধ করছি। আশা করি তিনি সুস্থ আছেন।’ তার এ টুইটের জবাবে একজন মন্তব্য করেন,‘চিন্তা করবেন না। পরবর্তী টার্গেট আপনি।’ 

মন্তব্যকারী সালমান রুশদির ওপর হামলাকারী হাদি মাতারের প্রশংসা করেন। তিনি মাতারকে ‘বিপ্লবী শিয়া যোদ্ধা’ বলে বর্ণনা করেন। 

জে কে রাউলিং শনিবার (১৩ আগস্ট) এ মন্তব্যের একটি স্ক্রিনশট শেয়ার করেন। এরপর তিনি জানান, পুলিশকে এ ব্যাপারে তিনি জানিয়েছেন। পুলিশ এর বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবেন।
 
হ্যারি পটার ফিল্ম ফ্র্যাঞ্চাইজিং কোম্পানি ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি এক বিবৃতিতে রাউলিংয়ের বিরুদ্ধে হুমকির নিন্দা জানিয়েছে।  তারা জানায়, ‘‘ওয়ার্নার ব্রোস. ডিসকভারি জে কে রাউলিংয়ের বিরুদ্ধে করা হুমকির তীব্র নিন্দা জানাচ্ছে। যে সকল লেখক, গল্পকার এবং নির্মাতা তাদের সৃজনশীলতা এবং মতামত প্রকাশ করে আমরা তাদের পাশে দাঁড়াই।’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অনুষ্ঠান চলাকালে হামলার শিকার হওয়া বুকারজয়ী লেখক সালমান রুশদিকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে তাকে। চিকিৎসক জানিয়েছে, তিনি কথা বলতে পারবেন। রুশদির এজেন্ট অ্যান্ড্রিউ উইলি জানিয়েছেন, ভেন্টিলেশন সাপোর্ট রুশদির আর দরকার হচ্ছে না, তিনি কথাও বলতে পারবেন খুব শিগগিরই।

https://www.shomoyeralo.com/ad/Local-Portal_728-X-90 (1).gif

আরও সংবাদ   বিষয়:  হ্যারি পটার  




https://www.shomoyeralo.com/ad/Google-News.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com