ই-পেপার বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩
বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩

সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুড়িগ্রামে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৩:৪৯ পিএম  (ভিজিট : ৬২০)
২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে বিএনপি-জামায়াত জোট সরকারের মদদপুষ্ট জঙ্গিদের সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৭ আগস্ট) বিকেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন। এ সময় জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৫ সালের এই দিনে বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে জঙ্গিরা সারা দেশে সিরিজ বোমা হামলা চালিয়ে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। 

বিএনপির চলমান আন্দোলনের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, দেশের মানুষ জঙ্গি তৎপরতা, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা মেনে নেবে না। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধীনে বাংলাদেশ নিরাপদ আছে এবং থাকবে।

এফএইচ




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com