প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৩:৩৩ পিএম | অনলাইন সংস্করণ Count : 111
রাশিয়ার ২টি যুদ্ধ বিমান ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে ফিনল্যান্ড। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাশিয়ার দুইটি মিগ-৩১ যুদ্ধ বিমান ফিনল্যান্ড উপসাগরের উপকূলবর্তী শহর পোরভোর আকাশসীমায় অনুপ্রবেশ করে ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে ধারণা করা হচ্ছে।’
বিবৃতিতে বলা হয়, ফিনিশ এয়ার ফোর্স আকাশসীমা লঙ্ঘনকারী বিমান সনাক্ত করতে ‘অপারেশনাল ফ্লাইট মিশন’ পাঠিয়েছে। ফিনিশ বর্ডার গার্ড এ ব্যাপারে প্রাথমিক তদন্ত কাজ শুরু করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টিয়ান ভাক্কুরি জানিয়েছেন, ফিনল্যান্ডের আকাশসীমায় যুদ্ধবিমান দুটি পশ্চিমে অগ্রসর হচ্ছিল। স্থানীয় সময় সকাল ৯:৪০ মিনিটে প্রায় দুই মিনিট সময় ধরে সেখানে আকাশসীমা লঙ্ঘন করা হয়। এ সময় বিমান দুইটি প্রায় এক কিলোমিটার পথ পশ্চিমদিকে উড়ে যায়। তবে রাশিয়ার যুদ্ধবিমান স্বেচ্ছায় ফিনল্যান্ডের আকাশসীমা ছেড়ে যায় নাকি ফিনল্যান্ডের সামরিক বাহিনী যুদ্ধবিমান দুটিকে পিছু হটতে বাধ্য করে সেটা নিশ্চিত করেননি তিনি।
ফিনল্যান্ড গত মে মাসে নর্থ আটলান্টিক জোটের সদস্যপদ চাওয়ার মাধ্যমে তাদের দেশের কয়েক দশকের সামরিক জোট নীতি পরিহার করে। ইউক্রেনে মস্কোর আগ্রাসনে বিস্মিত হওয়ার পর তারা এমন পদক্ষেপ গ্রহণ করে। রাশিয়ার সাথে ইউক্রেনের ১,৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর মে মাসে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হতে ফিনল্যান্ড আবেদন করে। তবে ফিনল্যান্ড ন্যাটোর সদস্য হোক তা চায় না মস্কো।
আরএস//