প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৪:৩৮ পিএম | অনলাইন সংস্করণ Count : 225
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিবন্ধী এক কিশোরীকে (২৭) ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান (৩৯) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
লুৎফর রহমান হোসেনপুর উপজেলার ২নং সিদলা ইউনিয়নের দক্ষিণ হারেঞ্জা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
ভুক্তভোগীর মা জানান , ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী বাড়িতেই থাকেন। সে কথা বলতে না পারলেও আকার-ইঙ্গিতে সব কিছু বুঝতে পারে।
জানা যায়, গত ২ জুলাই থেকে প্রতিনিয়ত প্রতিবন্ধীর বাড়িতে লুৎফর রহমান আসে। এ সময় বাড়িতে কেউ না থাকায় প্রতিনিয়ত এই অপকর্ম করতে থাকে। মেয়েটি প্রতিবন্ধী বিধায় বিষয়টি কাউকে জানাতে পারেনি। কিছু দিন পরে সে অসুস্থ হলে তার মার কাছে ইশারায় বিষয়টি জানান। পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে যান স্বজনরা।
ডাক্তারের পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, ৮ সপ্তাহ ৪ দিনের গর্ভবতী ভুক্তভোগী। মেয়েটির কাছে ঘটনাটি জানতে চাইলে সে তাদের হাতের ইশারায় লুৎফর রহমানকে দেখায় এবং ধর্ষণের স্থানে নিয়ে যায়।
হোসেনপুর থানার ওসি মাসুদুর রহমান জানান, অভিযুক্ত লুৎফর রহমানকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
/আরএ