প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৫:৩৫ পিএম (ভিজিট : ১২৪)
সৌন্দর্য বাড়াতে নারীরা লিপস্টিক ব্যবহার করে থাকে। পোশাকের সঙ্গে মিলিয়ে ঠোঁটকে রঙিন করে তুলতে ভালোবাসেন ফ্যাশনপ্রেমী সব নারীই। লিপস্টিক লাগানোর কিছুক্ষণ পরেই ঠোঁটের থেকে লিপস্টিক উঠে যাওয়া খুবই কমন সমস্যাগুলোর মধ্যে এটি অন্যতম। ব্যাপারটি মোটেও স্বস্তিদায়ক নয়। তাই চলুন জেনে নিই, কীভাবে লিপস্টিক পরলে তা দীর্ঘক্ষণ ধরে রাখা যায়-
ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে দেখে নিন ঠোঁট শুকনা, খটখটে হয়ে আছে কি না। সে ক্ষেত্রে টুথব্রাশ দিয়ে ঠোঁটটা একটু ঘষে নিন। তাহলেই দেখবেন লিপস্টিকের রংটা ফুটে উঠবে আপনার ঠোঁটে।
মেকআপের মতো লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে প্রাইমার লাগিয়ে নিন। এরপর ফাউন্ডেশন লাগিয়ে বেজ তৈরি করে নিন। লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে নিতে পারেন। এরপর লিপস্টিক লাগান। অনেকক্ষণ ঠোঁটে থাকবে।
চেষ্টা করুন গাঢ় শেডের লিপস্টিক ব্যবহার করতে। একান্তই গাঢ় শেড পছন্দ না হলে সিলিকন আছে এমন লিপস্টিক ব্যবহার করুন। সিলিকন দীর্ঘ সময় ধরে লিপস্টিককে ধরে রাখতে সাহায্য করে।
লিপস্টিক লাগানোর পর দুই ঠোঁটের মাঝে ব্লটিং পেপার বা টিস্যু চেপে ধরুন। এতে লিপস্টিকের বাড়তি রং উঠে যাবে। তারপর সেই বেজের ওপর আবার লিপস্টিক লাগান। এতে লিপস্টিকের দুটি স্তর ঘন হবে। লিপস্টিক সহজে উঠবে না।
ঠোঁটে চিনি আর মধুর মিশ্রণ লাগান। কিছুক্ষণ মিশ্রণ মাখিয়ে অপেক্ষা করুন। অবশেষে পুরনো ব্রাশ দিয়ে ঘষে ঘষে ঠোঁট পরিষ্কার করুন। এবার লিপস্টিক লাগিয়ে দেখতে পারেন।
অবশ্যই ভালো মানের লিপস্টিক ব্যবহার করতে হবে। মেয়াদ শেষ হওয়ার পর লিপস্টিক ব্যবহার করা যাবে না।