ই-পেপার বুধবার ৬ ডিসেম্বর ২০২৩
বুধবার ৬ ডিসেম্বর ২০২৩

বরিশালে জোয়ার ও তীব্র স্রোতে ২৫ বাঁধ ক্ষতিগ্রস্ত
এম. মোফাজ্জেল, বরিশাল
প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৫:৪৩ পিএম আপডেট: ১৯.০৮.২০২২ ৫:৪৬ পিএম  (ভিজিট : ২৭৩)
বরিশালের নদীতে অস্বাভাবিক জোয়ার ও তীব্র স্রোতের ফলে বাঁধের ২৫টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি নদী ভাঙন দেখা দিয়েছে ১৮ স্থানে। এতে বিলীন হয়ে গিয়েছে প্রায় আড়াই কিলোমিটার এলাকা। পানি উন্নয়ন বোর্ড থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বরিশাল পানি উন্নয়ন বোর্ড জানায়, বুখাইনগর নদী সংলগ্ন বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের ৩০০ মিটার এলাকা ভাঙনে বিলীন হয়ে গেছে। এছাড়া বাকেরগঞ্জ উপজেলার কারখানা নদী তীরবর্তী ফরিদপুর ইউনিয়নের চররঘূনদ্দি এলাকায় ২০০ মিটার, হিজলার হরিনাথপুর এলাকার ১০০ মিটার, কীর্তণখোলা নদী সংলগ্ন পামের হাটে ১৮০ মিটার, পশ্চিম চরকাউয়ায় ৮০ মিটার, বুখাইনগর নদীর লাহারহাট বাজার এলাকার ১৩০ মিটার, সাহেবেরহাট বাজার এলাকার ১০০ মিটার, বিঘাই নদী সংলগ্ন নতুন হাট বাজার এলাকার ৬৫ মিটার, মেঘনা নদী সংলগ্ন হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার ৩০০ মিটার, হরিনাথপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ১০০ মিটার, কীর্তণখোলা নদী সংলগ্ন চরবাড়িয়া এলাকায় ২২০ মিটার, লামছড়ি এলাকার ১৫০ মিটার, আড়িয়াল খা নদী সংলগ্ন সদর উপজেলার শায়েস্তাবাদের কামাড়পারা এলাকার ২৫০ মিটার, চারঘাট এলাকার ১৩৯ মিটার, মিস্ত্রীবাড়ি এলাকার ১২৩ মিটার, মৃধাবাড়ি এলাকার ১৩০ মিটার ও হারুন হাওলাদার বাড়ির এলাকার ১২৮ মিটার নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। 

জানা গেছে, সব মিলিয়ে ১৮টি স্থানে ২ দশমিক ৬৯৫ কিলোমিটার এলাকা নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড আরও জানায়, হুন্দাই নদী সংলগ্ন উজিরপুরের হারতা ইউনিয়নের নাথারকান্দিতে ২০ মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একই এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ১৫ মিটার, কীর্তণখোলা নদী সংলগ্ন চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছরি এলাকায় ২৩০ মিটার, বাকেরগঞ্জের ব্যারের ধন নদী সংলগ্ন পাদ্রিশীবপুরে ১১ স্থানে ১৬০ মিটার ও রগুনাথপুর এলাকার ১২ স্থানে ১৯০ মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে লোকালয়ে পানি ঢুকে যায়। 

পানি উন্নয়ন বোর্ডের বরিশাল পওর উপ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. রাকিব বলেন, সম্প্রতি বঙ্গোপসাগরে নিন্মচাপ ও পূর্ণিমার কারণে বরিশালের নদীতে অস্বাভাবিক জোয়ার ও স্রোতের সৃষ্টি হয়। এতে বাঁধের ২৫ স্থানে ৫৮০ মিটার ক্ষতিগ্রস্ত হয় এবং ১৮টি স্থানে ২ দশমিক ৬৯৫ কিলোমিটার এলাকা নদী ভাঙনে বিলীন হয়ে যায়। এতে প্রায় ১০ কোটি ৭৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বরিশাল জেলায়। আমরা ক্ষতিগ্রস্ত বাঁধগুলো সংস্কারের কাজ শুরু করেছি, তাছাড়া ভাঙন এলাকাগুলোতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/আরএ


আরও সংবাদ   বিষয়:  বরিশাল   জোয়ার ও তীব্র স্লোত   বাঁধ  




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com
close
https://www.shomoyeralo.com/ad/1698384544SA-Live-Update.jpg