প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ১:৩৩ এএম আপডেট: ২২.০৯.২০২২ ৪:২৬ এএম | অনলাইন সংস্করণ Count : 361
ইতিহাস গড়ে দেশে ফেরা নারী ফুটবল দলকে বরণ করতে দুপুর থেকে বিমানবন্দর এলাকা ছিল মুখরিত। নারী ফুটবল দলকে ছাদ খোলা বাসে করে বিমানবন্দর থেকে মতিঝিলের বাফুফে ভবন পর্যন্ত অভ্যর্থনা জানানো হয় ।
তবে বাফুফে ভবনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। ভবনে ছিল না কোনো আলোকসজ্জা। আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। তবে সংবাদ সম্মেলনে বসার জায়গা হয়নি বাংলাদেশের টিমের ক্যাপ্টেন সাবিনা খাতুন ও কোচ গোলাম রব্বানী ছোটনের। বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী ছোট জায়গায় সংবাদ সম্মেলন নিয়ে বলেন, ‘আমরা আরও বড় জায়গায় সংবাদ সম্মেলন করব, সংবর্ধনা দেব।’
সংবাদ সম্মেলনে সামনে বসেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, আবদুস সালাম মুর্শেদী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তাদের পেছনে অন্যান্যদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাবিনা ও ছোটনকে। তারা দাঁড়িয়েই সংবাদ সম্মেলনে নিজেদের বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে সাবিনা বলেন, ‘অবশেষে আমরা স্বপ্নটা পূরণ করতে পেরেছি। আপনারা সব সময় আমাদের পাশে ছিলেন, সমর্থন দিয়েছেন। সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করি সামনেও সমর্থন দেবেন এবং আমরা দেশকে আরও শিরোপা উপহার দিবো।
তবে তাদের দাঁড়িয়ে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনরা বলছেন, যাদের জন্য আজকের এই উৎসবের আয়োজন। অথচ যাদের জন্য এই আনন্দের আয়োজন তারাই একটু বসতে পারলো না? এ কেমন আয়োজন বাফুফের।
কেউ কেউ আবার বলছেন, দীর্ঘদিনের দায়িত্বে যাদের সফলতার নজির নেই, তারা কেন আজ বসে? ওই চেয়ারে থাকবে শুধু ইতিহাস গড়ার কারিগররা। ফেসবুক পোস্টে একজন লিখেছেন, আমি ভীষণ লজ্জা পেয়েছি। যাদের অর্জন তাদেরকে পিছনে দাড় করিয়ে সম্মেলনে সামনের সারিতে বসেছেন মন্ত্রী আমলা। কোচ পিছন থেকে উঁকি দিচ্ছেন। কোচ ও অধিনায়ককে একটি চেয়ার দেওয়া হয়নি। এ কেমন সম্মাননা!
কেউ আবার বলছেন, এ এক বিরল সংবাদ সম্মেলন যেখানে বসার চেয়ার হয়নি বিজয়ী অধিনায়ক ও কোচের। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে ঢাকা পৌঁছায় নারী ফুটবল দল। সেখানে ক্রীড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফে প্রতিনিধিরা ফুল দিয়ে বরণ করে নেন। এরপর ছাদ খোলা বাসে করে প্রায় ৫ ঘণ্টার যাত্রা শেষে আসেন বাফুফেতে। তাদের বরণ করে নেন সভাপতি সালাউদ্দিন। তারপর শুরু হয় সংবাদ সম্মেলন।