ই-পেপার বিজ্ঞাপনের তালিকা শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৭ আশ্বিন ১৪৩০
ই-পেপার শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin Mohammad City (Online AD).jpg

https://www.shomoyeralo.com/ad/780-90.jpg
অধ্যক্ষকে সংসদ সদস্যের মারধর: বিব্রতকর এ ঘটনা কোনোভাবেই কাম্য নয়
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ১০:৫৬ এএম | অনলাইন সংস্করণ  Count : 110

শিক্ষা জাতির মেরুদণ্ড। আর এ মেরুদণ্ড গড়ার কারিগর শিক্ষকরা। আমাদের সমাজে শিক্ষক একজন মর্যাদাবান ব্যক্তি, আর সংসদ সদস্য মাননীয়। ফলে সংসদ সদস্যের হাতে শিক্ষকের মার খাওয়ার ঘটনা একটি বিব্রতকর ঘটনা। 

রাজশাহীতে ৭ জুলাই এমন একটি ঘটনা ঘটে। নগরীর নিউমার্কেটসংলগ্ন থিম ওমর প্লাজায় ব্যক্তিগত চেম্বারে অধ্যক্ষ সেলিম রেজাকে মারধর করেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। 

এ সময় গোদাগাড়ী উপজেলার বিভিন্ন কলেজের আরও কয়েক অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উপস্থিত ছিলেন। পরদিন ঘটনাটি বিভিন্নভাবে ছড়িয়ে যায়। গণমাধ্যমেও সংবাদটি প্রকাশ হয়, তোলপাড় শুরু হয়। ১৪ জুলাই বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি প্রদান করেন মানবাধিকারকর্মী, আইনজীবী, শিক্ষকসহ দেশের ২৪ বিশিষ্ট নাগরিক। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। 

তবে বিষয়টি শুধু মারধরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। প্রথমেই বিষয়টি অস্বীকার করেন সংসদ সদস্য। সাংবাদিকদের জানানো হয় এগুলো সবই মিথ্যা এবং ষড়যন্ত্র। ওই দিন এমপির চেম্বারে অধ্যক্ষরা একটি বিষয় নিয়ে নিজেরাই মারামারি করেছেন। পরে এমপি তাদেরকে নিবৃত্ত করেছেন। এর পরপরই ৯ মিনিট ২৪ সেকেন্ডের একটি কল রেকর্ড ফাঁস হয়। ফোনালাপে শোনা যায়, ‘এক ব্যক্তিকে এমপির হাতে শারীরিক নির্যাতনের শিকার হওয়ার বিষয়টির বর্ণনা দিচ্ছেন অধ্যক্ষ সেলিম রেজা।’ 

এমন পরিস্থিতিতে অধ্যক্ষ সেলিম রেজাকে পেটানোর ঘটনা সত্য নয় বলে সংবাদ সম্মেলন আয়োজন করে দাবি করেন ওই অধ্যক্ষ নিজে এবং সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। কোনো সন্দেহ নেই, স্থানীয় সংসদ সদস্যের চাপ সামলাতে না পেরে অধ্যক্ষ সংবাদ সম্মেলনে এ ধরনের বক্তব্য দেন। 

অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের ঘটনা জানার পরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান এ ব্যাপারে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিকে যত দ্রুত সম্ভব সরেজমিন ঘটনা বিস্তারিত জেনে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনকে আহ্বায়ক করে গঠিত কমিটির প্রতিবেদন এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের ২৩২তম সিন্ডিকেট সভায় উত্থাপন করা হয়। প্রতিবেদনে কলেজ অধ্যক্ষ সেলিম রেজাকে পেটানোর প্রমাণ পাওয়া যায় বলে সময়ের আলোকে নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান। 

প্রতিবেদনে কলেজ অধ্যক্ষ সেলিম রেজাকে পেটানোর প্রমাণ তুলে ধরে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য স্থানীয় প্রশাসনকে সজাগ থাকতে বলা হয়। তবে বিধান না থাকায় অধ্যক্ষ সেলিম রেজাকে পিটিয়ে আহত করা সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে কোনো শাস্তির বিষয়ে সুপারিশ করেনি এই তদন্ত কমিটি। 

আলোচিত এ ঘটনাটি নিয়ে সে সময়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে সাংবাদিকদের তিনি বলেন, ‘এই অভিযোগগুলো উত্থাপন হওয়া বিব্রতকর। তবে যদি কোনো সংসদ সদস্য এ ধরনের কাজে যুক্ত থাকেন, সেক্ষেত্রে সেই সংসদ সদস্যের বিরুদ্ধে আমরা সরাসরি কোনো কিছু করতে পারি না। যেটি করতে পারি, তা হলো জাতীয় সংসদের স্পিকারের শরণাপন্ন হওয়া। তার কাছে একটি সমাধান চাইতে পারি। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনে সেই পথ অনুসরণ করব।’ 

তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ার পরও সংসদ সদস্যের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে না। আমরা আশা করি, বিষয়টি শিক্ষামন্ত্রী গুরুত্বের সঙ্গে স্পিকারের কাছে যথাযথ উপায়ে উপস্থাপন করবেন। 

সংসদ সদস্য একটা এলাকার মানুষের নির্ভরতা ও আশা-ভরসার ব্যক্তি। জনগণ ভোট দিয়ে তাকে নির্বাচন করেন। একজন সংসদ সদস্যের কাছে এ ধরনের আচরণ কাম্য নয়। সমাজে শিক্ষকের একটি অনন্য মর্যাদার জায়গা আছে। আমরা সেই অনন্য মর্যাদার জায়গাটিতেই শিক্ষকদের দেখতে চাই। আমরা চাই না কোনো জায়গায় কোনোভাবে শিক্ষকের মর্যাদা ভূলুণ্ঠিত হোক। 

/জেডও

https://www.shomoyeralo.com/ad/Local-Portal_728-X-90 (1).gif



https://www.shomoyeralo.com/ad/Google-News.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com