প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৬:১২ পিএম | অনলাইন সংস্করণ Count : 127
রাজধানীর কদমতলী এলাকায় দুই কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে করা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মো. সোহেল বেপারী, মো. রানা বেপারী ও মো আক্তার আলী ওরফে আক্তার। করাদণ্ডের পাশাপাশি আসামিদের এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি সজলকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, রাজধানীর কদমতলী থানাধীন নোয়াখালী পট্টিস্থ গেসুর বাড়ির ভাড়াটিয়া আব্দুর রাজ্জাক মাদবরের বাড়িতে মামলার আসামি ও দুই ভিকটিম পরিবারসহ ভাড়া থাকতেন। ২০২০ সালের ৮ অক্টোবর রাত ১০টার দিকে আসামিরা সুযোগ বুঝে ভাড়া থাকা দুই ভুক্তভোগীর বাসার দরজায় নক করেন। বাসার দরজা খুললে আসামিরা বাসায় ঢুকে দরজা লাগিয়ে তাদের গণধর্ষণ করেন। ওই ঘটনায় আসামিদের বিরুদ্ধে ইদ্রিস বাদী হয়ে কদমতলী থানায় মামলা করেন।
২০২১ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলাটির বিচার চলাকালীন সময় ২৪জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিশেষ পিপি মাহমুদা আক্তার। এছাড়া আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আবুল কালাম জোয়ারর্দ্দার।
এফএইচ