প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৭:৪২ পিএম | অনলাইন সংস্করণ Count : 114
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় জিন্নাত আলী (৫৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পথচারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাতরাস্তা পলিটেকনিক্যালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। তিনি পরিবাসহ তেজগাঁওয়ে থাকতেন ও পারটেক্স কোম্পানির সিনিয়র সুপারভাইজার হিসেবে চাকরি করতেন। ঘটনার পর ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
শিল্পাঞ্চল থানার এসআই জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আরও তিন পথচারী আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় মিনি ট্রাকটি জব্দ করাসহ চালককে আটক করা হয়েছে।
নিহত জিন্নাত আলীর ভাই সানোয়ার হোসেন বলেন, মিনি ট্রাকটি হেলপার চালাচ্ছিল বলে তারা জানতে পেরেছেন। বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে তার ভাইকে হত্যা করা হয়েছে দাবি করে তিনি জড়িতদের বিচার দাবি করেন। নিহতের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
এফএইচ