প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ১০:১৫ পিএম আপডেট: ২২.০৯.২০২২ ১১:০৭ পিএম | অনলাইন সংস্করণ Count : 163
মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে আহত যুবদলকর্মী শাওন খান (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া সময়ের আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মারা যাওয়া শাওনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, গত বুধবার বেলা ৩টার দিকে মুন্সিগঞ্জের মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকায় এ সংঘর্ষ হয়। বিএনপির নেতা-কর্মীরা পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে মিছিল নিয়ে ওই এলাকায় যান। ওই সময় পুলিশ তাদের সেখানে অবস্থান করতে নিষেধ করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ৮০ জন আহত হন। তাদের মধ্যে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মিনহাজ উল ইসলাম, মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান ও পরিদর্শক মোজাম্মেল হক রয়েছেন। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে দুইজন সাংবাদিক আহত হন। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে ৫-৭ জনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
বিএনপি নেতাদের দাবি, পুলিশের এক কর্মকর্তা তাদের কর্মসূচির ব্যানার ছিঁড়ে ফেলায় সংঘর্ষের সূত্রপাত হয়। মুহুর্মুহু ছোড়া কাঁদানে গ্যাস, গুলি ও রাবার বুলেটে তাদের ৫০-৬০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তবে পুলিশ দাবি করেছে, বিএনপি নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়েছে। এতে পুলিশের ২০ থেকে ২৫ জন সদস্য আহত হয়েছেন। সংঘর্ষের সময় বিএনপি কর্মীরা ইট ছুড়লে পুলিশ তাদের ওপর পাল্টা গুলি চালাতে বাধ্য হয়েছে।
ঢাকা মেডিকেলে মারা যাওয়া শাওনের বন্ধু নাহিদ হোসেন বলেন, বিকেলে মুক্তারপুর ওয়ার্ড শাওন অটোরিকশায় যাত্রী নিয়ে মুক্তারপুর ফেরিঘাট এলাকায় যাচ্ছিলেন। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ চলছিল। একপর্যায়ে পুলিশের ছোড়া রাবার বুলেট শাওনের মাথায় লাগে। প্রথমে তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতাল নেওয়া হয়েছিল। পরে সেখান থেকে এখানে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেলের আবাসিক চিকিৎসক রেজাউল করিম বলেন, আহত ব্যক্তিদের মধ্যে জাহাঙ্গীর মাতবরের (৩৮) নাকের হাড় ও দাঁত ভেঙে গেছে। এ ছাড়া তার ডান চোখটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে তাকে ডেন্টাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলকর্মী তারেক রহমানকে (২০) চিকিৎসা প্রদান করে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
/এসকে