ই-পেপার বিজ্ঞাপনের তালিকা শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৭ আশ্বিন ১৪৩০
ই-পেপার শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin Mohammad City (Online AD).jpg

https://www.shomoyeralo.com/ad/780-90.jpg
ডেঙ্গু জ্বরে কাঁপছে চট্টগ্রাম
দুই দিনে ৩ জনের মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ১০:২২ পিএম | অনলাইন সংস্করণ  Count : 129

মশক নিধন ও সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনার পরও ডেঙ্গু জ্বরে কাঁপছে চট্টগ্রাম মহানগরীর প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। কার গত দুই দিনে চট্টগ্রামে মারা গেছে তিনজন ডেঙ্গু আক্রান্ত রোগী। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা সির্ভিল সার্জনের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগরীর এভারকেয়ার হাসপাতালে দিলআরা বেগম (৫০) নামে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম মহানগরীর মোগলটুলি এলাকার বাসিন্দা। 

তার আগে বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় খুরশিদা বেগম (৭০) ও শিউলি রাণী (৪০) নামে দুই নারীর মৃত্যু ঘটে। তারা দুজনই নগরীর পাহাড়তলী এলাকার বাসিন্দা। 

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরে চট্টগ্রামে এ পর্যন্ত ৪০৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে চলতি মাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৫৬ জন। তার মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম মহানগরেই আক্রান্ত হয়েছেন ২০০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯১ জন। গত দুই দিনেই মারা গেছেন তিন জন।  
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক শাহীদা আক্তার বলেন, গত ১৬ তারিখ খুরশিদা বেগম নামের ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ডেঙ্গু শনাক্ত হয়েছিল। বুধবার সকালে হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে তিনি মারা যান। ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে শিউলি রাণী নামের আরেক রোগী ভর্তি হন। তিনিও বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। 

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের চিকিৎসক রেজাউল হায়দার চৌধুরী বলেন, হাসপাতালে বর্তমানে ২২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। এখানে এ পর্যন্ত কেউ মারা যায়নি। গত এক মাসে অন্তত আরও ৫৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

তিনি বলেন, মা ও শিশু হাসপাতালে একটি বিশেষায়িত হাসপাতাল। ফলে চাইলেই সব ধরণের রোগীর চিকিৎসা নেওয়া সম্ভব না। কিন্তু সংকট সৃষ্টি হলে এখানে চিকিৎসা সেবা দেওয়া হয়। সে হিসেবে মা ও শিশু হাসপাতালে দিনে অন্তত ৮-১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী আসছেন। তাদের অনেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এসব রোগীদের শরীরের কাঁপন দেখলে মনে হয় চট্টগ্রাম কাঁপছে।

নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালের চিকিৎসক মনজুরুল হাসান বলেন, দিনে ৫-৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন। সর্বশেষ বৃহস্পতিবার ১১ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। 

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (চলতি দায়িত্ব) আবুল হাশেম এ প্রসঙ্গে বলেন, আমরা ডেঙ্গু সচেতনায় প্রতিটি ওয়ার্ডে আরবান ভোলেন্টিয়ারদের মাধ্যমে সচেতনামূলক ক্যা¤েপইন পরিচালনা করছি। এছাড়া ছাদ বাগান, পরিত্যক্ত টায়ারসহ যেখানেই পানি জমে থাকার খোঁজ পাচ্ছি এডিস মশার লাভার জন্মস্থলের সন্ধান পাচ্ছি অভিযান-জরিমানা অব্যাহত রাখছি। ছিটানো হচ্ছে ওষুধও। যদিও এ ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। 

তিনি বলেন, বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে ডেঙ্গু রোগ সচেতনতা ও প্রতিরোধ ক্যা¤েপইন আয়োজন করে চসিক। এতে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম বলেন, নোংরা ও অপরিষ্কার জায়গা, জমাটবদ্ধ পানি, ডোবা ও ঝোপঝাড়ে এবং নগরীর যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে জমাটবদ্ধ পানিতে এডিস মশা জন্ম নেয়। এডিস মশা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

এরপর বুধবার বিকেলে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযান চালান ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। মনীষা মহাজন বলেন, ছাদ বাগান ও তিনটি নির্মানাধীন ভবনের নির্মাণ সামগ্রী রেখে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, নির্মাণাধীন ভবনের নিচে এডিস মশা বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় চার ভবন মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এতে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অন্যদিকে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী অভিযান পরিচালনা করেন নগরীর মুরাদপুর এলাকার পিলখানা আবাসিক এলাকায়। এ সময় ড্রেন দখল করে গড়ে তোলা একটি দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই অভিযানে ১নং রেল গেইট থেকে আতুরের ডিপো পর্যন্ত হাটহাজারী রোডের দু‘পাশে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে তোলা প্রায় ২০টি দোকানের বর্ধিত সরিয়ে দেওয়া হয়েছে।

/ডিএফ

https://www.shomoyeralo.com/ad/Local-Portal_728-X-90 (1).gif



https://www.shomoyeralo.com/ad/Google-News.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com