ই-পেপার বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩
বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩

বউকে দেখে চমকে গেলেন রাজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৫:২৪ এএম আপডেট: ২৩.০৯.২০২২ ৫:৪০ এএম  (ভিজিট : ২০১)
চোখে মোটা ফ্রেমের চশমা। বয়সের ভারে গাল থুবড়ে গেছে। বার্ধক্যের ভাঁজ। মাথায় সাদা চুল। পরনে সাদা তাঁতের শাড়ি। চোখে-মুখে চিন্তার ছাপ। দেখে তাকে চেনা দায়। তিনি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এবার বড় পর্দা পেরিয়ে ওটিটি প্ল্যাটফর্মে আসছেন তিনি। 

কল্লোল লাহিড়ির লেখা উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে এমন রূপে দেখা যাবে তাকে। দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় ইন্দুবালার ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। স্ত্রীর এমন ছবি দেখে অবাক হয়েছেন রাজ চক্রবর্তী! 

মঙ্গলবার এই সিরিজে অভিনেত্রীর লুক প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। কারণ, গ্ল্যামারাস নায়িকা হঠাৎ পঁচাত্তরের বৃদ্ধার চরিত্রে অভিনয় করে নিজেকে ভেঙেছেন। আর সেই প্রেক্ষিতেই স্ত্রীর প্রশংসায় রাজ। 

তিনি বললেন, ‘নিজেকে ভেঙে পঁচাত্তর বছর বয়সি একজন মহিলার চরিত্রে অভিনয় করার সাহসিকতাকে আমি কুর্নিশ জানাই। জানি খুব ভালো হবে। অপেক্ষায় রইলাম।’





সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com