প্রকাশ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩৪ এএম | অনলাইন সংস্করণ Count : 125
দীর্ঘদিন পর দর্শকরা প্রেক্ষাগৃহে ফিরেছেন। দর্শক ধরে রাখতে নির্মাতা ও প্রযোজকরা একের পর এক সিনেমা মুক্তি দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুই সিনেমা। সুন্দরবনকে দস্যুমুক্ত করার দুঃসাহসিক অভিযানের গল্পে ‘অপারেশন সুন্দরবন’, অন্যটি দেশের আবহমান গ্রামবাংলার সার্কাস নিয়ে গল্প ‘বিউটি সার্কাস’। দুটি সিনেমা নিয়ে দর্শকের মধ্যে দারুণ আগ্রহ তৈরি হয়েছে।
র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রযোজনায় ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি ৩৫টি হলে মুক্তি পেতে যাচ্ছে। এটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, রোশান, নুসরাত ফারিয়া, দর্শনা বণিকসহ আরও অনেকে। সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে ছবির অভিনেত্রী ফারিয়া বলেন, ‘এই চলচ্চিত্র না দেখলে অনেক কিছু মিস করবেন। আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করেছি ভালো করার। বাকিটা পর্দায় দর্শকরা উপভোগ করবেন।’
চিত্রনায়ক সিয়াম বলেন, ‘এই সিনেমায় সবাই অনেক কষ্ট করেছে। চার বছরের একটা জার্নি শেষ হচ্ছে। দর্শকরা প্রেক্ষাগৃহে এলে আমাদের কষ্ট সার্থক হবে।’
অন্যদিকে সরকারি অনুদানে মাহমুদ দিদার নির্মাণ করেছেন ‘বিউটি সার্কাস’। এ চলচ্চিত্রের মধ্য দিয়ে সার্কাসকন্যা বিউটি হয়ে বড় পর্দায় উপস্থিত হতে যাচ্ছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এই সিনেমায় অভিনয় করতে গিয়ে অনেক রকম ঝুঁকিতে পড়তে হয়েছিল তাকে।
এ বিষয়ে তিনি বলেন, ‘সার্কাস বলুন আর সিনেমা বলুন, ঝুঁকি আমাদের থাকেই। যেখানে আসলে নিরাপত্তার বালাই নেই। এর মধ্য দিয়েই আমাদের কাজগুলো করতে হয়। এসব না ভেবে চরিত্রের মোহে আমি কাজগুলো কীভাবে, কখন করে ফেলেছি, টেরই পাইনি। এখন মনে হচ্ছে বিষয়টি ছিল অনেকটা না বুঝেই রোলার কোস্টারে চড়ে বসার মতো!’ এই সিনেমার খল চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তিনি বলেন, ‘দুই যুগেরও বেশি সময় ধরে সিনেমায় অভিনয় করছি। এমন চরিত্রে কখনো কাজ করিনি। নিশ্চিত করছি আর বাকি জীবনে করবও না। তবে এই চরিত্র ও “বিউটি সার্কাস” ছবিটি আমার কাছে স্পেশাল।’
ফেরদৌস-জয়া ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, তৌকীর আহমেদ, এবিএম সুমন। সিনেমাটি ১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
বিগ বাজেটের দুটি ছবির কলাকুশলীরা ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘুরছেন। প্রচারণায় কোনো কমতি রাখেননি। সবারই চাওয়া দুটি সিনেমা যেন দর্শকরা উপভোগ করেন। সিনেমাসংশ্লিষ্টরাও আশায় বুক বেঁধেছেন। এখন দেখার বিষয় বক্স অফিসে কোন ছবিটি এগিয়ে থাকে।