প্রকাশ: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ২:৫১ এএম (ভিজিট : ২৪৮)
নোয়াখালী জেলা শহরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কোচিং শিক্ষক আবদুর রহিম রনি। শনিবার বিকেলে নোয়াখালীর মুখ্য বিচারিক আদালতের হাকিম মো. এমদাদের আদালতে এ স্বীকারোক্তি লিপিবদ্ধ করা হয়।
সন্ধ্যায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার শহিদুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রনি বাসার দরজা নক করলে ওই ছাত্রী খুলে দেয়। তখন রনি বাসায় ঢুকে গল্পগুজব করেন। একপর্যায়ে রনি তাকে ধর্ষণের চেষ্টা করেন। ওই ছাত্রী রনিকে বাধা দেয় এবং ধস্তাধস্তির সময় রনির ঘাড়ে ও গলায় আঁচড় দেয়। ছাত্রী বিষয়টি সবাইকে জানিয়ে দেবে বললে তখন তাকে ভেতরের রুমে নিয়ে ধর্ষণের পর বালিশচাপা দিয়ে হত্যা করে। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ঘরে থাকা ছোরা দিয়ে গলা ও হাতের রগ কেটে হত্যা করে। এ ছাড়া ঘটনা ভিন্ন খাতে নিতে ঘরের আলমারিতে থাকা জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রাখে। কিন্তু ঘরে কোনো মূল্যবান জিনিস বা স্বর্ণালঙ্কার নেয়নি।
গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নোয়াখালী জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকার জাহান মঞ্জিলের একটি কক্ষ থেকে স্থানীয় একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর তালাবদ্ধ নিজ ঘরে গলা কাটা ও অর্ধনগ্ন অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রাতে প্রধান অভিযুক্ত হিসেবে ওই ছাত্রীর সাবেক প্রাইভেট শিক্ষক আবদুর রহিম রনিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, ওই শিক্ষকের শরীরে ও গলায় নখের আঁচড়ের চিহ্ন পাওয়া যাওয়ায় এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা সন্দেহ করা হয়। পরে শুক্রবার তাকে আদালতে তুলে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এ ঘটনায় সন্দেহভাজন আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত কোচিং শিক্ষক আবদুর রহিম রনি (৩০) নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার খলিল মিয়ার ছেলে।
এদিকে এ হত্যার প্রতিবাদ ও বিচার চেয়ে মানববন্ধন করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ওই ছাত্রী হত্যার বিচার দাবিতে সোচ্চার হয়েছে এলাকাবাসীও।
শনিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাব ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নোয়াখালীর বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় এসএসসি পরীক্ষা শেষ করে মানববন্ধনে অংশ নেয় শত শত শিক্ষার্থী। তারা স্কুলছাত্রী হত্যার প্রধান আসামি রনির ফাঁসি দাবি করে।
/এসকে