প্রকাশ: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৮ এএম (ভিজিট : ১৮০)
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দশমী পর্যন্ত অনুষ্ঠানের আয়োজন করেছে বৈশাখী টেলিভিশন। শারদীয় দুর্গাপূজার প্রথম দিন শুভ মহালয়া আজ।
এদিন ভোর সাড়ে ৫টা থেকে রমনার কালী মন্দির থেকে থাই ফুড নিবেদিত নিকোলাস হীরার প্রযোজনায় ‘শুভ মহালয়া’র পুরো অনুষ্ঠান সরাসরি প্রচার করবে বৈশাখী টেলিভিশন। এ ছাড়াও মামুন আব্দুল্লাহর প্রয়োজনায় সকাল সাড়ে ৭টায় পূজার গান নিয়ে প্রচার হবে ‘জন্মভূমি’।
সকাল ৮টা ২০ মিনিটে ‘বৈশাখীর সকালের গানে’ পূজার গান নিয়ে হাজির হবেন অলোক সেন। প্রযোজনা লিটু সোলায়মান।
মহালয়া উপলক্ষে সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে শাবানা, বুলবুল আহমেদ, মিঠুন, রোজিনা ও এটিএম শামসুজ্জামান অভিনীত চলচ্চিত্র ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’।
/এসকে