
রাজধানীর হাজারীবাগে ‘মেট্রো এক্সপ্রেস’ নামে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে মালামাল তোলার সময় বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বউ বাজার বালুর মাঠ বেরিবাধ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ইলিয়াস বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দগ্ধরা হলেন আশিক (৪৫), হালিম (২৮), মারসেল (৩৬)।
হাজারবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুজ্জামান জানান, কুরিয়ার সার্ভিস অফিসের ভিতরে কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, নিহতে পরিচয় এখনও জানা যায়নি। আহতদের বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা যায়, দগ্ধ ৩ জনের অবস্থাই গুরুতর। তারা কুরিয়ার সার্ভিসটিতে লেবার হিসেবে কাজ করেন। রাতে কাভার্ডভ্যানে মালামাল তোলার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। সেখানে একটি ড্রামে ক্যামিকেল ছিলো বলে জানা গেছে।
/এসকে