ই-পেপার বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩
বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩

হাজারীবাগে বিস্ফোরণে নিহত ১, আহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১:৫৩ এএম আপডেট: ২৬.০৯.২০২২ ২:০৩ এএম  (ভিজিট : ১৮৩)
রাজধানীর হাজারীবাগে ‘মেট্রো এক্সপ্রেস’ নামে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে মালামাল তোলার সময় বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বউ বাজার বালুর মাঠ বেরিবাধ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইলিয়াস বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দগ্ধরা হলেন আশিক (৪৫), হালিম (২৮), মারসেল (৩৬)।

হাজারবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুজ্জামান জানান, কুরিয়ার সার্ভিস অফিসের ভিতরে কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

তিনি আরও জানান, নিহতে পরিচয় এখনও জানা যায়নি। আহতদের বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা যায়, দগ্ধ ৩ জনের অবস্থাই গুরুতর। তারা কুরিয়ার সার্ভিসটিতে লেবার হিসেবে কাজ করেন। রাতে কাভার্ডভ্যানে মালামাল তোলার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। সেখানে একটি ড্রামে ক্যামিকেল ছিলো বলে জানা গেছে।

/এসকে


আরও সংবাদ   বিষয়:  বিস্ফোরণ  




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com