প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৮:১৩ পিএম আপডেট: ২৭.০৯.২০২২ ৮:১৭ পিএম (ভিজিট : ৪৫০)
চিত্রনায়িকা শবনম বুবলী মা হয়েছেন- এমন গুজন ছিল অনেক আগে থেকেই। সেই গুঞ্জনকে এবার নতুন করে উস্কে দিলেন বুবলী নিজেই। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমি ও আমার জীবন। ফিরে দেখা আমেরিকা।’
এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়ে গেছে। কেউ কেউ বুবলীর সন্তানের ছবি দেখার আগ্রহ প্রকাশ করে মন্তব্য করছেন।অনেকেই জানতে চেয়েছেন, মা হয়েছেন বুবলী, তাহলে বাবা হয়েছেন কে?
এই বিষয়ে বুবলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথমে সাড়া দেননি। তবে মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চাদর সিনেমার শুটিং সেট থেকে এই বিষয়ে কথা বলেছেন তিনি। বুবলী বলেন, আমি এসব নিয়ে কখনই কথা বলতে চাইনি। তবে কিছু ব্যাপারতো আছেই। একটা ঘটনার পিছনে অনেক ঘটনা থাকে। সিনেমার জন্য যখন একটা স্ক্রিপ্ট লেখা হয় তখনও এর পিছনে অনেক ঘটনা থাকে। এই বিষয় নিয়ে কয়েকদিনের মধ্যেই সবার সাথে কথা বলবো। আজ যেহেতু আমি আরেকটা সিনেমার শুটে আছি। তাই এখন তাদের বিরক্ত হোক সেটা চাচ্ছি না।
বিষয়টিকে সেনসেটিভ উল্লেখ করে বুবলী বলেন, এটা খুব সেনসিটিভ একটা বিষয়, অনেক ইমোশোনাল একটা বিষয়। আমি যেহেতু মুসলিম আমার কাছে সবকিছুর একটা ব্যাখ্যা আছে। সবকিছু সুন্দর শালীনভাবেই হয়েছে। আমি নিজে থেকেই আপনাদের কাছে সব বলবো। সবাইকে হাতজোড় করে অনুরোধ করবো, না জেনে কেউ ভুল ব্যাখ্যা করবেন না।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বারবার ইমোশোনাল হয়ে পড়ছিলেন বুবলী। কয়েকবার তাকে চোখ মুছতেও দেখা গেছে।
/এসকে