প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৯:২৮ পিএম | অনলাইন সংস্করণ Count : 109
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. সিফাত (৫) নামের এক শিশু আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আহত শিশুর দাদা মোহাম্মদ খোরশেদ বলেন, আমরা তেজগাঁও বিজি প্রেস স্টাফ কোয়ার্টার এলাকায় থাকি। আমার নাতি সিফাত বাসা থেকে খেলার জন্য বের হলে দ্রুতগামী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা আশঙ্কাজনক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে এক শিশু ঢামেকে এসেছে। তাকে সার্জারি শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কজনক।
এফএইচ