ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

পশু জবাইয়ে শুধু ‘বিসমিল্লাহ’ বললে হবে?
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৩:২১ এএম  (ভিজিট : ২৯৪)
জিজ্ঞাসা : আমি ফার্মের মুরগি বিক্রি করি। কিছুদিন আগে এক লোক ২০টি মুরগির অর্ডার দিয়েছেন। ছোট থেকেই জানতাম যে, পশু জবাইয়ের সময় ‘বিসমিল্লাহ, আল্লাহু আকবর’ বলে জবাই করতে হয়। এটাই আমার বদ্ধমূল ধারণা ছিল। কিন্তু ওই দিন লোকটির সামনে মুরগিগুলো দ্রুত জবাই করার সময় শুধু ‘বিসমিল্লাহ’ বলে জবাই করেছিলাম। লোকটা জিজ্ঞাসাও করেছিল, আপনি কি ‘বিসমিল্লাহ, আল্লাহু আকবর’ বলেননি? আমি বললাম, হ্যাঁ, বলেছি। আসলে আমি মিথ্যা বললাম। কিন্তু পরে ভয় হলো, আমি তো কাজটা ঠিক করিনি। এখন আমার কী করণীয় তাও বুঝতে পারছি না। দয়া করে আমার করণীয় কী তা জানিয়ে বাধিত করবেন।

মুঈনুদ্দীন চট্টগ্রাম
জবাব : জবাইয়ের সময় শুধু ‘বিসমিল্লাহ’ বললেও জবাই সহিহ হয়ে যায়। তাই আপনার জবাই করা সহিহ হয়েছে। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘সুতরাং তোমরা এমন সব হালাল পশু থেকে খাও, যাতে আল্লাহর নাম নেওয়া হয়েছে’ (সুরা আনআম : ১১৮)। তবে ফকিহগণ নিম্নোক্ত হাদিসের আলোকে ‘বিসমিল্লাহ, আল্লাহু আকবর’ পুরোটা বলাকেই মুস্তাহাব বলেছেন। আনাস (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সাদা কালো রঙের ভেড়া দ্বারা কুরবানি করেছেন। আমি দেখলাম, তিনি ভেড়া দুটোর গর্দানের পাশে পা রেখে “বিসমিল্লাহি আল্লাহু আকবর” বলে নিজ হাতেই দুটোকে জবাই করলেন।’ (বুখারি : ৫৫৫৮) (ফাতহুল বারি : ১০/২০; বাদায়েউস সানায়ে : ৪/১৬৯; আদ্দুররুল মুখতার : ৬/৩০১)




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close