প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৩:৩৫ এএম | অনলাইন সংস্করণ Count : 195
নামাজ মানে মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে বান্দার আত্মনিবেদন প্রকাশ করার সুযোগ। মহান এ বিষয়ে ধীরস্থিরতা ও গাম্ভীর্য রক্ষা করা জরুরি। সব ক্ষেত্রেই গাম্ভীর্যপূর্ণ ও সুচিন্তিত পদক্ষেপ সুফল বয়ে আনে। মানুষের কাছেও এটা পছন্দনীয়, আল্লাহর কাছেও এটা প্রশংসনীয়। মসজিদে জামাত চলাকালীন ইমাম সাহেব রুকুতে চলে গেলে অনেকেই রাকাত ধরতে দৌড়ে যান। এটা মহান রবের দরবারে হাজির হওয়ার যে ভয়মিশ্রিত অনুভূতি থাকা দরকার তার বিপরীত। আল্লাহর রাসুল (সা.)-ও এভাবে দৌড়ে যেতে নিষেধ করেছেন এবং নামাজের ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্ত পদক্ষেপে জামাতে শরিক হতে বলেছেন।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমি আল্লাহর রাসুল (সা.)-কে বলতে শুনেছি, যখন নামাজের জন্য ইকামত দেওয়া হয় তখন তোমরা দৌড়ে আসবে না, বরং তোমরা গাম্ভীর্য সহকারে স্বাভাবিকভাবে হেঁটে আসবে। তারপর যতটুকু নামাজ ইমামের সঙ্গে পাবে, পড়ে নেবে। আর যতটুকু ছুটে যাবে, সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে নিজে পূর্ণ করে নেবে।’ (বুখারি : ৬৩৬; মুসলিম : ৬০২)