প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৭:১৩ এএম (ভিজিট : ২৮৬)
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টির এমপি রূপা হককে সংসদীয় দল থেকে বহিষ্কার করা হয়েছে।যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কাওয়াসি কাওয়ারতেংকে নিয়ে ‘বর্ণবাদী’ মন্তব্য করায় তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) লিভারপুলে লেবার পার্টির এক অনুষ্ঠানে কাওয়াসি কাওয়ারতেংকে ‘লোক দেখানো কৃষ্ণাঙ্গ’ বলে মন্তব্য করেন রূপা হক। সেই মন্তব্যের প্রেক্ষিতে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে লেবার পার্টি।
রূপা হক লেবার পার্টির এক বৈঠকে বলেন, কাওয়াসি কাওয়ারতেংকে দেখে বোঝা যায় না তিনি একজন কৃষ্ণাঙ্গ। কারণ তিনি দেশের ভালো প্রিপ স্কুলে ও শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ড়েছেন। যদি আপনারা আজকের পোগ্রামে তার বক্তব্য শোনেন আপনি জানতে পারবেন না তিনি কৃষ্ণাঙ্গ।
তার এ বক্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে চারিদিকে। টোরি পার্টির চেয়ার জেক বেরি তার মন্তব্যকে ‘বর্ণবাদী’ এবং ‘জঘন্য’ বলে অভিহিত করেছেন। ডেপুটি লেবার নেত্রী অ্যাঞ্জেলা রেনার বলেছেন, এই মন্তব্য ‘অগ্রহণযোগ্য’। এরপর এক টুইট বার্তায় রুপা হক জানান, গতকালের সম্মেলনের ফ্রেঞ্জ মিটিংয়ে আমি যে মন্তব্য করেছি তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। আমার মন্তব্যগুলিকে ভুল ভাবে প্রচার করা হয়েছে। আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
লেবার পার্টির সংসদীয় দল থেকে বহিষ্কার হওয়ায় রূপা হককে স্বতন্ত্র এমপি হিসেবে পার্লামেন্টে বসতে হবে।
আরএস//