ই-পেপার বুধবার ৬ ডিসেম্বর ২০২৩
বুধবার ৬ ডিসেম্বর ২০২৩

ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই ট্রাষ্ট নির্বাচনে আমজাদ-নাঈম-দেবেশ প্যানেল জয়ী
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ২:৩০ পিএম  (ভিজিট : ১৮৪)
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) অ্যালামনাই ট্রাস্ট নির্বাচন ২০২২-এ অধ্যাপক ডা. আমজাদ হোসেন-অধ্যাপক ডা. সরদার এ নাঈম-অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার প্যানেল জয়ী হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী অ্যালামনাই ট্রাস্টের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান ইলেক্ট পদে ল্যাবএইড হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আমজাদ হোসেন নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান ইলেক্ট পদে তিনি পেয়েছেন ৬২৯ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. জামাল উদ্দীন পেয়েছেন ৩৩২ ভোট।

ভাইস-চেয়ারম্যান পদে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. সরদার এ নাঈম ৫৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডা. মোশারফ পেয়েছেন ৪২৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার পেয়েছেন ৫৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. রানা পেয়েছেন ৩৮৫ ভোট।

ঢামেক অ্যালামনাই ট্রাস্টে  যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা. তামিম পেয়েছেন ৪৭৪ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. রিজবি পেয়েছেন ৪৬৯ ভোট। এছাড়া কোষাধ্যক্ষ পদে ডা. সঞ্চয় সিনহা, সায়েন্টিফিক সম্পাদক পদে ডা. রাজ দত্ত, দপ্তর সম্পাদক পদে ডা. সাহেক আবদুল্লাহ, প্রচার প্রকাশনা সম্পাদক পদে ডা. মাশফিক ও সোশ্যাল ওয়েলফেয়ার পদে প্রফেসর ডা. হিমেল নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী পদে জয়লাভ করেছেন অধ্যাপক ডা. এস কে নুরুল ফাতেহ রুমি, প্রফেসর ডা. মনি লাল আইচ লিটু, ডা. বিদ্যুৎ বড়ুয়া, ডা. মোজাম্মেল হোসেন খান, ডা. হাসানুর রহমান, অধ্যাপক ডা. আবু হানিফ টাবলু, ডা. জিকো, ডা. মুন্না, ডা. সালেহীন, ডা. ফাহিমা।

উল্লেখ্য, প্রফেসর ডা. মনিলাল আইচ লিটু (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ইএনটি সোসাইটি নির্বাচনেও বিপুল ভোটে সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবনে তিনি ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) ও সন্ধানীর সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির প্রতিষ্ঠাতা সদস্য। বর্তমানে তিনি অফিসার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে পঞ্চমবারের মত দায়িত্ব পালন করছেন। এছাড়াও প্রফেসর ডা. মনিলাল আইচ লিটু রোটারি ইন্টারন্যাশনাল ডিসট্রিক্ট চেয়ার ৩২৮১ হিসেবেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।

গত শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে ঢামেক প্রশাসনিক ভবনে চলে এই ট্রাস্টের কমিটি নির্বাচনে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে রাত আনুমানিক ১ টার দিকে নির্বাচন কমিশনার ডা. ফারুক আহমেদ ও ডা. দিপল কৃষ্ণ অধিকারী ফলাফল ঘোষণা করেন। ১৪২২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯৭৯ জন। ১৯টি পদের বিপরীতে স্বতন্ত্রসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৯ জন প্রার্থী।




এই ক্যাটেগরির আরো সংবাদ


সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com
close
https://www.shomoyeralo.com/ad/1698384544SA-Live-Update.jpg