ই-পেপার বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩
বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩

দুঃসংবাদ পেলেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:২০ পিএম  (ভিজিট : ১৪৭)
টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ককে হটিয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবি আবারও শীর্ষে উঠে এসেছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) আইসিসির হালনাগাদ র‌্যাংকিংয়ে জানা গেছে, ২৪৬ রেটিং নিয়ে টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরেছেন নবি। এছাড়া ২৪৩ রেটিং নিয়ে দুইয়ে নেমে গেছেন সাকিব। এছাড়া তিনে আছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। তার রেটিং ২২১। গেল বছরের নভেম্বরে নবির কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব। পুনরায় মসনদ ফিরে পাবার ১৪ দিনের মাথায় আবারও শীর্ষস্থান হারালেন টাইগার অলরাউন্ডার। 

এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে চলমান সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টিতে যথাক্রমে ৮৮, ০৮ ও ৮৮ রান করেছেন। দ্বিতীয় ও চতুর্থ টি-টোয়েন্টিতে দলের জয়েও বড় ভূমিকা ছিল তার। আর সেই সুবাদে টি-টোয়েন্টির ব্যাটিং র‌্যাংকিংয়ে নিজের শীর্ষস্থান আরও সুসংহত করলেন রিজওয়ান। তার রেটিং পয়েন্ট ৮৬১। তবে পাক অধিনায়ক বাবর আজমের অবস্থান আরও অবনমন হয়েছে। দুই থেকে তিনে নেমে গেছেন তিনি। এর আগে দীর্ঘসময় শীর্ষে ছিলেন বাবর।

/এএ/




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com