প্রকাশ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩৫ পিএম (ভিজিট : ১৫০)
নিরহংকার, সুশীল মানুষ, দক্ষ ব্যাংক কর্মকর্তা মতিউর রহমান চিরদিনের জন্য বিদায় নিলেন। ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী, সেবা গ্ৰহনকারী সুধীজন সবার কাছে জনপ্রিয় ছিলেন সোনালী ব্যাংকের জিএম মতিউর রহমান সরকার বলে মন্তব্য করেন সোনালী ব্যাংক রংপুর এর জিএম মো. রশিদুল ইসলাম।
রংপুরের ঐতিহ্যবাহী কেরামতিয়া জামে মসজিদে তাঁর জানাজায় অংশ নেওয়া মানুষের উপস্থিতিই প্রমাণ করে তিনি কতোটা জনপ্রিয় ও ভালো মানুষ ছিলেন। জানাজা শেষে মুন্সিপাড়া কবরস্থানে তাঁকে শেষ শয্যায় শায়িত করা হয়েছে।
জানাজা ও দাফন কাজে অংশ নেয়া মানুষের মুখে মুখে বলতে শোনা গেছে তাঁর সততা, নিষ্ঠা, বন্ধু সুলভ আচরণ, দানশীলতা ও পরোপোকারিতার কথা। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে রেখে গেছেন।
বড় ছেলে তাসনিমুল হাসান মুগ্ধ , এইচএসসি পরীক্ষার্থী, ছোট ছেলে মুহতাহসিন হাসান স্নিগ্ধ, ৭ম শ্রেণিতে অধ্যয়নরত।
মরহুম মতিয়ার রহমান সরকার ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এম এ জি সম্পন্ন করেন।গাইবান্ধা জেলার সাঘাটা থানায় শৈশব কৈশোর কাটান।
১৯৯৪ সালে সিনিয়র অফিসার হিসেবে সোনালী ব্যাংক ঢাকা অফিসে চাকুরিতে যোগদান করেন,কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০২২ সালে জিএম পদে পদোন্নতিপ্রাপ্ত হন। দিনাজপুরে জিএম পদে কর্মরত অবস্থায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। চিকিৎসাধীন অবস্থায় গোমস্তাপাড়ার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
/ডিএফ