ই-পেপার বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩
বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩

শীর্ষস্থান হারালেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ২:১৫ এএম  (ভিজিট : ১৪৩)
সংযুক্ত আরব আমিরাত সফরে দলের সঙ্গী না হয়ে খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। সেটারই মাশুল গুনতে হলো সাকিব আল হাসানকে। টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার ( প্রকাশ করেছে আইসিসি। সেখানে এক ধাপ অবনমন হয়েছে সাকিবের। টাইগার অলরাউন্ডারকে হটিয়ে শীর্ষে উঠে গেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। তার রেটিং পয়েন্ট ২৪৬। ২৪৮ পয়েন্ট নিয়ে প্রায় এক বছর পর গত ১৪ সেপ্টেম্বর শীর্ষে ফিরেছিলেন সাকিব। এই সময়ে কোনো ম্যাচ না খেলায় সেখানে টিকতে পারলেন মাত্র দুই সপ্তাহ। ম্যাচ না খেলে পাঁচ পয়েন্ট হারিয়েছেন তিনি।

শুধু অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েই নয়, সাকিবের অবনমন হয়েছে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও। তিন ধাপ পিছিয়ে তিনি এখন ৭৫তম স্থানে। এগারো ধাপ উন্নতি করে টাইগারদের মধ্যে সেরা অবস্থানে আছেন আফিফ হোসেন (৪০তম)। বোলারদের র‌্যাঙ্কিংয়েও দুই ধাপ পিছিয়েছেন সাকিব। যৌথভাবে ২০তম স্থানে আছেন তিনি। এক ধাপ পেছালেও র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে শেখ মেহেদী হাসান (১৫তম)।


আরও সংবাদ   বিষয়:  সাকিব আল হাসান  




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com