ই-পেপার বিজ্ঞাপনের তালিকা শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৭ আশ্বিন ১৪৩০
ই-পেপার শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩
https://www.shomoyeralo.com/ad/Amin Mohammad City (Online AD).jpg

https://www.shomoyeralo.com/ad/780-90.jpg
বিপাকে খামারিরা
হবিগঞ্জে গোখাদ্যের দাম বৃদ্ধি ৩ গুণ
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৫:০৬ এএম | অনলাইন সংস্করণ  Count : 170

লাখাই উপজেলায় গবাদিপশু খাদ্যের তীব্র সঙ্কটে খামারি ও কৃষকরা পড়েছেন বিপাকে। পশুখাদ্যের প্রধান উপকরণ খড়ের তীব্র সঙ্কট চলছে। খামারি ও কৃষকদের সংগ্রহে খড় না থাকায় সঙ্কটে পড়েছেন তারা। জানা গেছে, কিছুদিন আগে যে খড় প্রতি মণ ৩০০-৩৫০ টাকায় বিক্রি হতো সে খড় বর্তমানে ৮৫০-৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে গোখাদ্য খড়ের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে দানাদার ফিডসহ অন্যান্য খাদ্যের। দানাদার গোখাদ্যের মূল্য প্রতি ৩৫ কেজির বস্তা এক হাজার ১৫০ টাকা থেকে বেড়ে বর্তমানে এক হাজার ৫৫০ থেকে এক হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। সরিষার খৈল প্রতি কেজি ৪০ টাকার স্থলে ৬০ থেকে ৭০ টাকা, ফিড প্রতি কেজি ৪০ টাকার স্থলে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। খামারি ও কৃষকদের সঙ্গে আলাপকালে তারা জানান, এ বছর বন্যার কারণে বোরো ধানের খড় সংগ্রহ করা যায়নি। তা ছাড়া অনেক খড়ের গাদা বন্যায় ভেসে যাওয়ায় খড়ের সঙ্কট দেখা দিয়েছে।

খামারি আলী মিয়া বলেন, ‘এ পর্যন্ত আমি ৩০ মণ খড় কিনেছি ৮৫০ টাকা মণ দরে। বাজারে দানাদার গোখাদ্য ও ফিডের দামও বেড়েছে। তাই বাড়তি খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। এ বছর বোরো মৌসুমে খড় সংগ্রহ করতে পারিনি। তাই এখন উচ্চমূল্যে খড় কিনতে হচ্ছে।’ খড় বিক্রেতা আলাউদ্দিন জানান, ‘আমাদের এলাকায় খড় পাওয়া যায় না। দূরবর্তী এলাকা থেকে খড় এনে বিক্রি করছি। পরিবহন খরচসহ ক্রয়মূল্য বৃদ্ধি পাওয়ায় বেশি মূল্যে বিক্রি করতে হয়। আমি ৮৭০ টাকা মণ দরে বিক্রি করছি।’

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শাহাদাত হোসেন জানান, ‘আমরা গবাদিপশুর খাদ্য খড়ের পাশাপাশি নেপিয়ারসহ বিভিন্ন ধরনের ঘাস উৎপাদনে খামারি ও কৃষকদের পরামর্শ এবং ঘাসের বীজ দিয়ে যাচ্ছি।। আমরা বাজার মনিটরিং করছি।’

https://www.shomoyeralo.com/ad/Local-Portal_728-X-90 (1).gif

আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   গোখাদ্য  




https://www.shomoyeralo.com/ad/Google-News.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com