ই-পেপার বুধবার ৬ ডিসেম্বর ২০২৩
বুধবার ৬ ডিসেম্বর ২০২৩

বজ্রপাতে আলমডাঙ্গার বধ্যভূমির স্মৃতিস্তম্ভ ক্ষতিগ্রস্ত
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১:১৪ এএম আপডেট: ৩০.০৯.২০২২ ১:১৮ এএম  (ভিজিট : ২১১)
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবস্থিত বধ্যভূমির মূল স্তম্ভে বজ্রপাতের আঘাতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে স্মৃতিস্তম্ভের। এ সময় বজ্রপাত বধ্যভূমির মূল অংশের উপর পড়ে। বজ্রপাতে ভেঙ্গে যায় বধ্যভূমির মূল স্তম্ভের মানুষের মাথার খুলিগুলো, নারী ভাস্কর্য ও পাকা দেওয়ালের কিছু অংশ। বধ্যভূমি মিউজিয়ামের সৌর বিদ্যুৎ প্যানেল পুড়ে যায়। ফাটল দেখা যায় বধ্যভূমির মূল স্তম্ভের অনেক জায়গায়। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে মুষলধারে বৃষ্টির সঙ্গে শুরু হওয়া বজ্রপাত এ ঘটনা ঘটে। 

১৯৭১ সালের পাকহানাদার বাহিনীর সদস্যরা বাঙালিদের নির্মমভাবে হত্যা করে এখানে পুতে রাখে। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার কুমার নদের উপর অবস্থিত রেললাইনের পাশে লালব্রিজের দুপাশে পাকিস্তানি বাহিনীর ক্যাম্প ছিল। রেলব্রিজের দুপাশেই ট্রেন থামিয়ে সাধারণ মানুষ নামিয়ে নিয়ে অকথ্য নির্যাতন শেষে নির্মমভাবে হত্যা করে লাশ এ বধ্যভূমিতে ফেলে রাখত পাকবাহিনী। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে শুরু হয় বধ্যভূমি নির্মাণের প্রাথমিক কাজ। সে সময় জিকে ক্যানেলের ঢালে বসবাসকারী ছিন্নমূল কয়েকজন মানুষ খোঁড়াখুঁড়ি করার সময় লাশের বহু হাড় মাটির নিচ থেকে বের হতে থাকে। এ স্থানটি সংরক্ষণ করা হয় বধ্যভূমি নির্মাণের জন্য। ২০১২ সালে বধ্যভূমি স্তম্ভ নির্মাণ করা হয়।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে মাঝে মাঝেই প্রচণ্ড জোরে বজ্রপাত হতে থাকে। বজ্রপাতে বধ্যভূমির স্তম্ভর উপর নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত কিছু দৃশ্য ভেঙ্গে যায়। বধ্যভূমির স্তম্ভর উপর পাকা দেওয়ালে ফাটল দেখা গেছে। বধ্যভূমির মিউজিয়ামের ভেতর সৌর বিদ্যুৎ প্যানেল পুড়ি গেছে।

/আরএ




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com
close
https://www.shomoyeralo.com/ad/1698384544SA-Live-Update.jpg