ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

উচ্ছেদের পর ফুলের বাগান
প্রকাশ: রবিবার, ২ অক্টোবর, ২০২২, ৮:৪৬ এএম আপডেট: ০৩.১০.২০২২ ১২:৪৪ পিএম  (ভিজিট : ৬৯৪)
ময়মনসিংহের ত্রিশালে মহাসড়ক দখল করে বসেছিল অবৈধ বাজার। এমন খবর সময়ের আলো পত্রিকায় একাধিকবার প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তারুজ্জামান গ্রহণ করেছেন ব্যতিক্রমী উদ্যোগ।

সরেজমিন দেখা যায়, দীর্ঘ ১৮ বছর ত্রিশাল পৌর এলাকার দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে সড়কের পাশঘেঁষে বসেছিল অবৈধ বাজার। পাশেই ছিল পৌর ময়লার ভাগাড়। এতে বাসস্ট্যান্ড এলাকায় প্রতিনিয়তই লেগে থাকত যানজট। সাধারণ পথচারীদের ফুটওভার ব্রিজে উঠার রাস্তায় ছিল ফলের দোকান। এজন্য মানুষ ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হতো। ১৮ বছরে কয়েকবার অপসারণ করা গেলেও আবার বাজার এসে বসত। 

সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তারুজ্জামান গ্রহণ করেছেন ব্যতিক্রমী উদ্যোগ। তিনি সড়কের পাশের খালি জায়গায় গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন ফুলের বাগান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘উচ্ছেদকৃত জায়গায় কলেজ মার্কেটের দোকানদারদের নিজ উদ্যোগে সিঁড়ি তৈরি করা হয়। আর কলেজের উদ্যোগে ফুলের বাগান তৈরি করা হয়েছে। উপজেলা প্রশাসন সহযোগিতা করেছে।’

/আরএ




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close