প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৫:৫৪ পিএম (ভিজিট : ৯৯)
দেশে আরও ৩৩ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। যাদের ১৬ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৪৪৯ জন। প্রাণঘাতী এই ভাইরাসে কারও মৃত্যুর খবর আসেনি। ফলে মৃত্যুর মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৩১ জন রয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত এক দিনে ৩ হাজার ৭৯৫ জনের নমুনা পরীক্ষা করে এই ৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে আরও ৬৫ জন। তাদের নিয়ে ১৯ লাখ ৮৫ হাজার ১৫৩ জন সুস্থ হয়ে উঠেছে।
উল্লেখ্য, দেশে করোনা প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
এফএইচ