প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৯:৩০ এএম (ভিজিট : ১৪৮)
আফগানিস্তানে চুরি ও ব্যভিচারের দায়ে ভরা স্টেডিয়ামে ৩ জন নারীসহ ১২ জনকে বেত্রাঘাত করেছে দেশটির তালেবান সরকার। স্টেডিয়ামে শত শত মানুষের সামনে তাদের প্রত্যেককে ২১ থেকে ৩৯ বার চাবুক মারা হয়।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)-এর খবরে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ঘটনার আগে এই আয়োজনের কথা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়। সেখানে সাধারণ মানুষকে এই শাস্তি দেখতে আসার আমন্ত্রণ জানানো হয়। তারপর আফগানিস্তানের একটি স্টেডিয়ামে শত শত মানুষের উপস্থিতিতে ৩ জন মহিলা এবং ৯ জন পুরুষকে চাবুক মারা হয়।
পিটিআইয়ের খবর অনুযায়ী, আফগানিস্তানের রাজধানী কাবুলের দক্ষিণ লোগার প্রদেশে এ ঘটনা ঘটে। চাবুক মারার ঘটনার সাক্ষী থাকার জন্য গভর্নরের কার্যালয় থেকে লোগারের পুল আলম স্টেডিয়ামে 'সম্মানীয় উচ্চশিক্ষিত ব্যক্তি, মুজাহিদিন, বয়স্ক, আদিবাসী নেতা এবং স্থানীয় বাসিন্দাদের' উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এত মানুষ উপস্থিত থাকলেও এই ঘটনার ছবি তোলা বা ভিডিও করার উপর কঠোর নিষেধাজ্ঞা ছিল।
প্রসঙ্গত, ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথম দফায় আফগানিস্তানের শাসনক্ষমতায় ছিল তালেবান সরকার। এরপর মার্কিন আগ্রাসনে ক্ষমতায় হারায় তালেবান।২০ বছর পর আফগানিস্তান থেকে মার্কিন সেনা ‘বিতাড়িত’ হওয়ার পর আবারও ২০২১ সালের আগস্টে ক্ষমতায় এসেছে তালেবান।
/জেডও