প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৬:৩৭ পিএম (ভিজিট : ১৮৬)
চট্টগ্রামের ইপিজেডে ৬ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর শ্বাসরোধে হত্যার পর তার লাশ ৬ টুকরা করে সাগরে ভাসিয়ে দেন খুনি আবির আলী। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে নগরীর আকমল আলী রোডের সাগর পাড়ে স্লুইসগেট এলাকা থেকে আয়াতের খণ্ডাংশ উদ্ধার করা হয়।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা এ বিষযটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উদ্ধার করা খণ্ডাংশ দুটি আয়াতের পা বলে ধারণা করা হচ্ছে। আয়াতকে অপহরণের পর খুন করে দেহ ছয় টুকরোর কয়েক টুকরো খালে ও বাকি কয়েক টুকরো সাগরে ভাসিয়ে দেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আবির। আবিরকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী খণ্ডিত দেহ উদ্ধারে ৬ দিন ধরে অভিযান চালাচ্ছে পিবিআই। অভিযানের ষষ্ঠ দিনে সাগর পাড়ে মিলেছে আয়াতের খণ্ডিত দেহের অংশ।
এর আগে গত ২৮ নভেম্বর অভিযুক্ত আবির আলীর পিতা-মাতাকে গ্রেফতার করে পিবিআই। গ্রেফতারের পর তিনদিনের রিমান্ডে মঞ্জুর করে আদালত। এছাড়া দ্বিতীয় দফায় আবিরকে ৭ দিনের রিমান্ডে দেয় আদালত।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলার এলাকার বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আলিনা ইসলাম আয়াত। পরদিন শিশুর বাবা সোহেল রানা ইপিজেড থানায় জিডি করেন। পরে নিখোঁজের দশম দিনে আবির আলী নামের এক যুবককে গ্রেফতারের মধ্য দিয়ে হত্যার রহস্য উদঘাটন হয়।