প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ১২:৩২ পিএম (ভিজিট : ১৩২)
ডেমরা থানার স্টাফ কোয়াটার ক্যানেল রোড এলাকার একটি পরিত্যক্ত বাড়ির গলিতে এক ব্যক্তির গলিত মরদেহ (কংকাল) উদ্ধার করছে ডেমরা থানা পুলিশ। বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে সিআইডি ক্রাইম সিন রয়েছে।
ডেমরা থানার এসআই মোনায়েম বলেন, একজনের গলিত কংকাল পড়ে আছে, এমন খবর পেয়ে বুধবার সন্ধ্যায় একটি লাশ উদ্ধার করা হয়।
তার হাত কঙ্কাল হয়ে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে পরিচয় সম্ভব হচ্ছে না। ঘটনাস্থলে সিআইডি ক্রাইম সিন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এসআই আরও বলেন, তাৎক্ষণিক ওই লাশ নারী না পুরুষ তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।