প্রকাশ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৫:২০ পিএম (ভিজিট : ২৯৯)
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে কোন মৃত্যু না হলেও নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ জন। এর আগের দিন শুক্রবার একজনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ১২ জন। এছাড়া গত একদিনে পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৫ শতাংশে। যা আগের দিন এই শনাক্তের ছিল শূন্য দশমিক ৭৯ শতাংশে ।
শনিবার (৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩৪ জনের। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ৬২২ জন হয়েছে। এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬২ জন। এই নিয়ে দেশে এ পর্যন্ত মোট করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৫১ জন।
এছাড়া দেশে এখন পর্যন্ত ১৩ দশমিক ৪৮ শতাংশ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্তকৃতদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৬ জন এবং চট্টগ্রাম বিভাগে ৪ জন। বাকি ৬ বিভাগে করোনায় কেউ আক্রান্ত হননি।
/আরএ