জঙ্গি সন্দেহে আবাসিক হোটেল পুলিশের অভিযান
নিজস্ব প্রতিবেদক
|
![]() তিনি বলেন, বনানী থানাধীন হোটেল ইনসাফ নামের আবাসিক হোটেলে জঙ্গি সদস্যরা অবস্থান করছে এমন সন্দেহে অভিযান চালিছে পুলিশ। অভিযান চলমান রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। অভিযানে কেউ আটক রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বলা যাবে। বনানীর কাকলি এলাকার হোটেল এবং মেসে অভিযান চলছে। এ বিষয়ে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদ বলেন, জঙ্গি, সন্ত্রাসী এবং মাদক কারবারি সন্দেহে পুলিশের ব্লক রেইড চলছে। রাত সাড়ে ৮টার পর বনানী এলাকায় ব্লক রেইড শুরু হয়। ব্লক রেইডের অংশ হিসেবে বনানী থানাধীন ইনসাফ নামের আবাসিক হোটেলে অভিযান চলছে। তবে সর্বশেষ খবর অনুযায়ী ব্লক রেইড চলাকালে কোনো জঙ্গি, সন্ত্রাসী ও মাদক কারবারিকে আটক করা হয়নি। /আরএ |