ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার
প্রকাশ: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৯:৩৪ পিএম  (ভিজিট : ১২৪)
ধামরাইয়ে জুলেখা নামের এক নারী খুনের মামলায় তার স্বামী মো. কহিনুর ইসলাম ফকিরকে (৬২) গ্রেফতার করেছেন র‌্যাব-৪-এর সদস্যরা। শনিবার রাতে মানিকগঞ্জের সিংগাইর এলাকায় অভিযান চালিয়ে ফকিরকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২০ নভেম্বর ধামরাইয়ে খুন হন জুলেখা। হত্যার পর থেকে পালিয়ে ছিলেন প্রধান আসামি ফকির।

র‌্যাব-৪ এক বিজ্ঞপ্তিতে জানায়, কহিনুর ইসলাম ফকির ও জুলেখা দম্পতির প্রায় ৩৫ বছরের সংসার ছিল। স্বামী ফকির গত কয়েক বছর ধরে আরেকটি বিয়ে করতে চাওয়ায় জুলেখার সঙ্গে স্বামী কহিনুরের প্রায়ই ঝগড়া লেগে থাকত। গত ২০ নভেম্বর কহিনুর ফকির তার স্ত্রীর ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে তাকে ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান জুলেখা। পরে স্ত্রীর মৃত্যুর বিষয়টি বুঝতে পেরে কহিনুর ফকির পালিয়ে যান।

র‌্যাব জানায়, পলাতক আসামি কহিনুর ইসলাম ফকির ছদ্মবেশে মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকায় অবস্থান করছে জেনে র‌্যাব-৪ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতার কহিনুর ফকির তার স্ত্রী জুলেখাকে হত্যার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে বলেও জানায় র‌্যাব-৪।

এফএইচ




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close