ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

নামাজের জন্য শান্তভাবে যাওয়া
প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৩:২২ এএম  (ভিজিট : ১৫০)
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমি আল্লাহর রাসুল (সা.)-কে বলতে শুনেছি, যখন নামাজের জন্য ইকামত দেওয়া হয় তখন তোমরা দৌড়ে আসবে না, বরং তোমরা গাম্ভীর্য সহকারে স্বাভাবিকভাবে হেঁটে আসবে। তারপর যতটুকু নামাজ (ইমামের সঙ্গে) পাবে, পড়ে নেবে। আর যতটুকু ছুটে যাবে (সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে) নিজে পূর্ণ করে নেবে’ (বুখারি : ৬৩৬; মুসলিম : ৬০২)

শিক্ষা
ইসলাম কোনো কাজে তাড়াহুড়া পছন্দ করে না। বরং সব কাজে ধীরস্থিরতা ও মধ্যপন্থা অবলম্বন করতে বলে।মসজিদে জামাত চলাকালে রাকাত ছুটে যাচ্ছে ভেবে দৌড়ে যাওয়া ঠিক নয়। বরং মহান রবের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় ও অনুভূতি অন্তরে জাগ্রত করে প্রশান্তচিত্তে এগিয়ে যাওয়া। জামাতে যে কয় রাকাত পাবে তাতে শরিক হবে। পরে ইমাম সালাম ফেরানোর পরে যে কয় রাকাত অবশিষ্ট রয়েছে তা আদায় করবে। ইমামের দুপাশে সালাম ফেরানো শেষ হলে ধীরস্থিরভাবে ছুটে যাওয়া রাকাত আদায় করবে। এখানেও তাড়াহুড়া নয়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close