নামাজের জন্য শান্তভাবে যাওয়া
ইসলামের আলো ডেস্ক
|
![]() শিক্ষা ইসলাম কোনো কাজে তাড়াহুড়া পছন্দ করে না। বরং সব কাজে ধীরস্থিরতা ও মধ্যপন্থা অবলম্বন করতে বলে।মসজিদে জামাত চলাকালে রাকাত ছুটে যাচ্ছে ভেবে দৌড়ে যাওয়া ঠিক নয়। বরং মহান রবের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় ও অনুভূতি অন্তরে জাগ্রত করে প্রশান্তচিত্তে এগিয়ে যাওয়া। জামাতে যে কয় রাকাত পাবে তাতে শরিক হবে। পরে ইমাম সালাম ফেরানোর পরে যে কয় রাকাত অবশিষ্ট রয়েছে তা আদায় করবে। ইমামের দুপাশে সালাম ফেরানো শেষ হলে ধীরস্থিরভাবে ছুটে যাওয়া রাকাত আদায় করবে। এখানেও তাড়াহুড়া নয়। |