ই-পেপার বুধবার ৬ ডিসেম্বর ২০২৩
বুধবার ৬ ডিসেম্বর ২০২৩

প্রাণীর ছবি টানানো ঘরে নামাজ পড়লে হবে?
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৫:৫৯ এএম আপডেট: ০৬.১২.২০২২ ৫:০৮ এএম  (ভিজিট : ১১৮০)
জিজ্ঞাসা : যে ঘরে মানুষ বা অন্য কোনো প্রাণীর ছবি টাঙানো থাকে সে ঘরে নামাজ পড়ার হুকুম কী? একজন বলেছেন, এমন ঘরে নামাজ পড়া মাকরুহ। তবে কাপড় বা অন্য কিছু দিয়ে যদি ছবি ঢেকে দেওয়া হয়, তাহলে মাকরুহ হবে না। এখন আমি তাই করছি। নামাজে দাঁড়ানোর আগে কিছু দিয়ে ছবিটি ঢেকে দেই। এতে কোনো অসুবিধা নেই তো? বিস্তারিত জানালে কৃতজ্ঞ হব।
আবদুর রহমান ঢাকা

জবাব : যে ঘরে কোনো প্রাণীর ছবি দৃশ্যমান থাকে তাতে নামাজ পড়া মাকরুহ। অবশ্য নামাজের সময় ছবি ঢাকা থাকলে নামাজ মাকরুহ হবে না। আর এ কথা মনে রাখা দরকার যে, ঘরে-বাইরে কোনো প্রাণীর ছবি টাঙিয়ে রাখা কিংবা প্রদর্শনী হয় এভাবে খোলা রাখা নাজায়েজ। এ কারণে ওই স্থানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ফেরেশতারা এমন ঘরে প্রবেশ করে না, যাতে কোনো কুকুর রয়েছে এবং এমন ঘরেও না, যাতে কোনো প্রাণীর ছবি রয়েছে’ (বুখারি : ৩৩২২; মুসলিম : ২১০৬)। তাই আপনার কর্তব্য হলো, মানুষ বা জীবজন্তুর যত ছবি ঘরে টাঙানো আছে তা নামিয়ে ফেলা এবং তা নষ্ট করে ফেলা। প্রকাশ থাকে যে, বিনা প্রয়োজনে ছবি ওঠানো নাজায়েজ। হাদিস শরিফে ছবি ওঠানোর ব্যাপারে নিষেধাজ্ঞা ও কঠোর ধমকি এসেছে। (ফাতহুল কাদির : ১/৩৬২; আলবাহরুর রায়েক : ২/২৭; রদ্দুল মুহতার : ১/৬৪৮)




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com
close
https://www.shomoyeralo.com/ad/1698384544SA-Live-Update.jpg