দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
সময়ের আলো অনলাইন
|
![]() সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ২ মিনিট ৫৩ সেকেন্ডের সময় এই কম্পন অনুভূত হয়। এটি স্থায়ী ছিল প্রায় ৬ সেকেন্ড। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়। বাসা-বাড়িতে অনেকেই কম্পন টের পান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই পোস্ট করে বিষয়টি শেয়ার করেছেন। গণমাধ্যমে কর্মরত সুস্মিতা মেহজাবিন দুটো প্রশ্নবোধক চিহ্ন দিয়ে লেখেন, ‘ভূমিকম্প??’ টিভি উপস্থাপিকা আফরিন অথয়ও একই রকম স্ট্যাটাস দিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম নামের ফেসবুক পেইজেও বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, ‘রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত! উৎপত্তিস্থল বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে! ৫ ডিসেম্বর, সকাল ৯:৫৭ মিনিট।’ বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের এক কর্মকর্তা জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থলের অবস্থান ঢাকা থেকে ১২ হাজার ৯৬৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে। /জেডও |