প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৯:০১ পিএম (ভিজিট : ২৩৮)
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আর একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ জন। আর আক্রান্তদের মধ্যে ২৫ জনই ঢাকা জেলার বাসিন্দা। বাকী একজন রাজশাহী বিভাগের। এর আগের দিন রোববার (৪ ডিসেম্বর) করোনায় কারো মৃত্যু হয়নি। তবে আক্রান্ত হয়েছিলেন ১৫ জন। এছাড়া গত একদিনে পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার কিছুটা বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৯৬ শতাংশে। যা আগের দিন এই শনাক্তের ছিল শূন্য দশমিক ৬৮ শতাংশে ।
সোমবার (৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩৫ জনের। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ৬৬৩ জন হয়েছে। এছাড়া দেশে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭১ জন। এই নিয়ে দেশে এ পর্যন্ত মোট করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ১৭৮ জন।
এছাড়া দেশে এখন পর্যন্ত ১৩ দশমিক ৪৮ শতাংশ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। এছাড়া গত ২৪ ঘন্টায় মৃত একজন পুরুষ। তিনি সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন।