ই-পেপার বুধবার ১৭ এপ্রিল ২০২৪
বুধবার ১৭ এপ্রিল ২০২৪

‘১০ ডিসেম্বরের সমাবেশ যেকোনো মূল্যে সফল করতে হবে’
প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৯:৩৯ পিএম  (ভিজিট : ১৪৪)
সমাবেশে পেশাজীবীদের সর্বাত্মক অংশগ্রহণের আহবান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১০ ডিসেম্বরের সমাবেশের দিকে দেশের মানুষ তাকিয়ে আছে, তেমনি সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে। এই সমাবেশকে আমাদের যেকোনো মূল্যে সফল করতে হবে। ঢাকার সমাবেশ সফল করার জন্য আমাদের নেতৃবৃন্দরা অক্লান্ত পরিশ্রম করছেন, তারা মানুষের কাছে যাচ্ছে প্রচণ্ড বাধা-বিপত্তি, ধরপাকড় তাকে উপেক্ষা করে।

সোমবার (৫ ডিসেম্বর) বিকালে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে পেশাজীবীদের এক সভায় বিএনপি মহাসচিব এই আহবান জানান। 

তিনি বলেন, আমরা যেটা আশা করব আমাদের যারা পেশাজীবী আছেন, বুদ্ধিজীবী আছেন তাদের ওপরে মধ্যবিত্ত-উচ্চ মধ্যবিত্ত শ্রেণি অনেকটা নির্ভর করে তাদের কথা-বার্তার উপরে বা তাদের কাজে। তাদের অংশগ্রহণ, শুধু তাদের নয় সবাইকে নিয়ে অংশগ্রহণ এই আন্দোলনকে আরও বেগবান করবে।

ঢাকার আগে নয়টি বিভাগীয় সমাবেশ সফল হওয়ার কথাও তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র ফিরে পেতে চাই তাহলে ১০ ডিসেম্বর আমাদেরকে সফল শান্তিপূর্ণ গণসমাবেশ করতে হবে। গোটা বাংলাদেশ জেগে উঠেছে। আমাদের কর্মসূচির মধ্যে ছিল ১০টা বিভাগীয় গণসমাবেশ। ৯টি আমরা সফল করেছি, এদেশের মানুষ সফল করেছে শত বাধা-বিপত্তি উপেক্ষা করে। নদী সাঁতরিয়ে পার হয়ে, ভেলাতে চড়ে, সাইকেলে চড়ে, ১০০ মাইল সাইকেলে চড়ে এসে চিড়া-মুড়ি-গুড় দিয়ে দিনরাত কাটিয়েছে তারা সমাবেশ স্থলে।

সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করতে পেশাজীবী নেতাদের নিয়ে সভা হয়। 

অনুষ্ঠানে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পেশাজীবীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। 

সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় সভায় পেশাজীবী নেতা অধ্যাপক সদরুল আমিন, আনহ আখতার হোসেন, ফরহাদ হালিম ডোনার, একেএম আজিজুল হক, তাজমেরী এস ইসলাম, বিজন কান্তি সরকার প্রমুখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় গণসমাবেশ ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা মির্জা আব্বাস, প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান, উপ-সমন্বয়কারী আমান আমান, আবদুস সালাম ও আবদুস সালাম আজাদ ১০ ডিসেম্বরে সমাবেশের সর্বশেষ অবস্থা তুলে ধরেন।

 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close