রাজধানীতে বিশেষায়িত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক
|
![]() এবারে চিত্রাঙ্কনের বিষয় ছিল মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ। এই প্রতিযোগিতায় দুইটি গ্রুপে মোট ৪০ জন বিশেষায়িত ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে হাইকেয়ার স্কুল ঢাকার সভাপতি তারিকুল ইসলাম খান বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ব্যবস্থা অন্যান্য প্রতিবন্ধী শিশুদের চেয়ে জটিল। তারা যাতে সমাজের বোঝা না হয় সে লক্ষ্যে প্রতিবন্ধীদের উন্নয়নে সমাজের বিত্তশালীদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে। হাইকেয়ার স্কুল অধ্যক্ষ রওশন আরা বলেন, প্রতিবন্ধী নাগরিকদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী সমাজের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদের সঠিক মূল্যায়ন করে মানবসম্পদে পরিণত করতে হবে। হাইকেয়ার স্কুলের অডিওলজিস্ট জুলেখা বেগম জলি বলেন, শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের দুই কানে ব্যবহারযোগ্য ইয়ার ফোন, টিভি ও রেডিও শুনতে অ্যাডাপটেশানের মাধ্যমে শব্দের উচ্চতা বাড়ায়- এমন হেয়ারিং ব্যবহারের ব্যবস্থা করতে হবে। হাইকেয়ার স্কুলের সহকারী শিক্ষক পার্থ ঘোষের সঞ্চালনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষিকা নায়ার সুলতানা, আলপনা খান, মোঃ সাইফুল ইসলাম ও তাহমিনা বেগম। প্রতিযোগিতা শেষে উভয় গ্রুপের বিজয়ীদের মধ্যে ফেবার ক্যাস্টেল কোম্পানির সহযোগিতায় ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
|