দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের এক হালি
সময়ের আলো অনলাইন
|
এই ম্যাচ দিয়ে মাঠে ফিরেই গোল করেছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র। ম্যাচের ৭ মিনিটেই ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায় ব্রাজিল। রাফিনিয়ার দুর্দান্ত পাস থেকে ফাঁকায় বল পেয়ে সহজেই বল জালে জড়ান ভিনিসিয়াস। পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে দ্বিতীয় গোলের স্বাদ দিলেন ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা নেইমার। এবার ২৯ মিনিটে গোল করলেন রিচার্লিসন। ফলে ব্রাজিল ৩-০ গোলে এগিয়ে যায়। কোরিয়ার জালে চতুর্থ গোল করলেন লুকাস পাকুয়েটা। কাউন্টার অ্যাটাকে দারুণ ফুটবলে কোরিয়ার জালে চতুর্থ গোল করতে একটুও বেগ পেতে হয়নি ব্রাজিলকে। ভিনিসিয়াসের ক্রস থেকে ডি বক্সের সামান্য বাইরে থেকে ডানপায়ে জোড়ালে শটে রক্ষণ ভাঙেন পাকুয়েটা।
|