অর্থ-সম্পদের নিরাপত্তায় ইসলামের তাগিদ
মাহমুদুল হাসান
|
![]() ইসলামে চুরির শাস্তি প্রদানে ধনী ও গরিবের মাঝে কোনো ভেদাভেদ নেই। হজরত আয়েশা (রা.) একটি ঘটনা বর্ণনা করেন, ‘মাখজুম গোত্রের একজন নারীর চুরির ঘটনা কুরাইশের গণ্যমান্য ব্যক্তিবর্গকে অত্যন্ত উদ্বিগ্ন করে তুলল। এ অবস্থায় তারা বলাবলি করতে লাগল-এ ব্যাপারে আল্লাহর রাসুল (সা.)-এর সঙ্গে কে আলাপ করতে পারে?’ তারা বলল, ‘একমাত্র রাসুল (সা.)-এর প্রিয় পুত্র উসামা বিন জায়েদ (রা.) এ ব্যাপারে আলোচনা করার সাহস করতে পারেন। উসামা (রা.) নবী (সা.)-এর সঙ্গে কথা বললেন।’ নবী (সা.) বললেন, ‘তুমি কি আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘনকারিণীর সাজা মওকুফের সুপারিশ করছ?’ অতঃপর নবী (সা.) দাঁড়িয়ে খুতবায় বললেন, ‘তোমাদের পূর্বের জাতিগুলোকে এ কাজই ধ্বংস করেছে যে, যখন তাদের মধ্যে কোনো বিশিষ্ট লোক চুরি করত, তখন তারা বিনা সাজায় তাকে ছেড়ে দিত। অন্যদিকে যখন কোনো অসহায় গরিব সাধারণ লোক চুরি করত, তখন তার ওপর শাস্তি প্রয়োগ করত। আল্লাহর কসম, যদি মুহাম্মাদ (সা.)-এর কন্যা ফাতেমা চুরি করত তাহলে আমি অবশ্যই তার হাত কেটে দিতাম।’ (বুখারি : ৩৪৭৫) যেসব লেনদেনের মাধ্যমে কারও সম্পদ ক্ষতি হওয়ার নিশ্চিত আশঙ্কা থাকে, যেমন-সুদ, ঘুষ, জুয়া, লটারি, অবৈধ ব্যবসা ইত্যাদি ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। সুদ গ্রহণ করা আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করার মতো জঘন্য অপরাধ। আল্লাহ তায়ালা বলেন, ‘হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যেসব বকেয়া আছে, তা পরিত্যাগ করো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। অতঃপর যদি তোমরা পরিত্যাগ না করো, তবে আল্লাহ ও তাঁর রাসুলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। কিন্তু যদি তোমরা তওবা করো, তবে তোমরা নিজের মূলধন পেয়ে যাবে। তোমরা কারও প্রতি অত্যাচার কোরো না এবং কেউ তোমাদের প্রতি অত্যাচার করবে না’ (সুরা বাকারা : ২৭৮-২৭৯)। যেসব ব্যবসায়ী মাপে কম দেয় তাদের ভয়াবহ পরিণতি সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, ‘যারা মাপে কম দেয় তাদের জন্য রয়েছে মহাদুর্ভোগ।’ (সুরা মুতাফফিফীন : ১) ঋণ গ্রহণ করে কেউ যেন ঋণদাতাকে প্রতারিত করতে না পারে এ জন্য নির্দিষ্ট মেয়াদে ঋণের লেনদেনের ক্ষেত্রে লিখে রাখা ও সাক্ষী রাখার ব্যাপারে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘হে ঈমানদারগণ, তোমরা যখন নির্দিষ্ট মেয়াদে ঋণের লেনদেন করো তখন তা লিখে রাখো এবং তোমাদর পুরুষদের মধ্য হতে দুজন সাক্ষী রাখো। যদি দুজন পুরুষ সাক্ষী না পাওয়া যায় তাহলে একজন পুরুষ ও দুজন নারীকে সাক্ষী রাখো’ (সুরা বাকারা : ২৮২)। ইসলামের এসব দিকনির্দেশনা অনুসরণের মাধ্যমে মানুষের অর্থ-সম্পদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তাই এসব বিধিবিধান মেনে চলার মধ্যেই সবার জন্য মঙ্গল ও কল্যাণ। |