চাকরিরত অবস্থায় ক্রয়কৃত পণ্যে কমিশন নেওয়া যাবে?
ইসলামের আলো ডেস্ক
|
![]() হাসান মাহমুদ ফেনী জবাব : আপনার জন্য ওই কমিশন ভোগ করা জায়েজ হবে না। কেননা আপনি ফ্যাক্টরির পক্ষ থেকে ক্রয় প্রতিনিধি। বিক্রেতা এ ক্ষেত্রে যদি কোনো মূল্য ছাড় বা কমিশন দেয়, তবে তা ফ্যাক্টরি মালিকেরই প্রাপ্য। সেখান থেকে আপনার জন্য কিছুই নেওয়া জায়েজ হবে না। এ ছাড়া বিক্রেতা যদি স্বয়ং আপনাকে দিতে চায়, তবুও তা আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। কেননা আপনি কোম্পানির পক্ষ থেকে এ কাজের জন্য মাসিক বেতন পাচ্ছেন। সুতরাং এ বাবদ দোকানদার থেকে কোনো কমিশন নেওয়া ঘুষের অন্তর্ভুক্ত হবে। (কিতাবুল আসল : ১১/২৮৮; আদ্দুররুল মুখতার : ৫/৫১৬; আলবাহরুর রায়েক : ৭/১৫৫) |