ইমামের আগে রুকু-সেজদা করলে নামাজ হবে?
ইসলামের আলো ডেস্ক
|
![]() ইরফান সাফী গাজীপুর জবাব : নামাজের প্রত্যেক রুকনেই মুকতাদির জন্য ইমামের অনুসরণ করা ওয়াজিব। ইমামের আগে মুকতাদির রুকু বা সেজদায় চলে যাওয়া কিংবা ইমামের আগেই মুকতাদির দাঁড়িয়ে যাওয়া মাকরুহ তাহরিমি। নামাজ হয়ে যাবে, তবে এমন শক্ত গুনাহের বিষয়ে সতর্ক থাকা আবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘ইমাম নির্ধারণ করা হয়েছে তার অনুসরণ করার জন্য। সুতরাং ইমাম যখন রুকু করবেন তখন তোমরা রুকু করবে, যখন ইমাম রুকু থেকে মাথা ওঠাবেন তখন তোমরাও মাথা ওঠাবে’ (মুসলিম, হাদিস : ৪১২)। আরেক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘তোমাদের মাঝে যে ইমামের আগে মাথা উঠিয়ে ফেলে সে কি ভয় করে না যে, আল্লাহ তার মাথাকে গাধার মতো অথবা তার আকৃতিকে গাধার আকৃতি বানিয়ে দেবেন!’ (বুখারি, হাদিস : ৬৯১; রদ্দুল মুহতার : ১/৫৯৫; আলবাহরুর রায়েক : ২/৭৭)। |