সাউথগেটের বড় চ্যালেঞ্জ
ক্রীড়া ডেস্ক
|
![]() কাতারে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েই একের পর এক ধাপ টপকে যাচ্ছে ইংল্যান্ড। রোববার রাতে শেষ ষোলোর ম্যাচে প্রতিপক্ষ সেনেগালকে তো পাত্তাই দেননি হ্যারি কেন-মার্কোস রাশফোর্ডরা। এমবাপে, গ্রিজম্যান, জিরুদের ফ্রান্সও শিরোপা ধরে রাখার মিশনে ছুটছে দুর্বার গতিতে। ইংলিশ কোচ সাউথগেট তাই বলেছেন, ‘এটা আরও বেশি রোমাঞ্চকর হতে চলেছে। ফ্রান্সের বিপক্ষেই সবথেকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে আমাদের।’ সাউথগেট যোগ করেন, ‘এমবাপে বিশ্বমানের খেলোয়াড়, গ্রিজম্যান অসাধারণ, জিরুকেও জানি আমরা। মিডফিল্ডে দুর্দান্ত খেলোয়াড় আছে তাদের। যেখানেই তাকাবেন, অসাধারণ সব প্রতিভা দেখতে পাবেন।’ |