জাপান-ক্রোয়েশিয়া দারুণ লড়াই
ক্রীড়া ডেস্ক
|
![]() শুরু থেকেই তেড়েফুঁড়ে খেলার চেষ্টা করে জাপান। গতি কাজে লাগিয়ে বারবার ক্রোয়াট দুর্গে হানা দেয় গ্রুপ পর্বে চমক দেখানো দলটি। অবশ্য গোল পেতে ৪৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় জাপানকে। এ সময় কর্নার কিক থেকে ক্রোয়াট রক্ষণভাগে বল দেওয়া-নেওয়া করতে থাকে জাপান। এ সময় সতীর্থ ইয়াশিদার কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন দাইজেন মায়েদা। ১-০ ব্যধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান। দ্বিতীয়ার্ধে অবশ্য গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে ক্রোয়েশিয়া। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ম্যাচের ৫৫ মিনিটের সময় ম্যাচে ফেরে মদ্রিচ ব্রিগেড। এ সময় সতীর্থ দেজান লোভার্নের কাছ থেকে বল পেয়ে গোল করেন ইভান পেরিসিচ। সোমবার কাতারের আল ওয়াকরাহর আল জানুব স্টেডিয়ামে নক আউট পর্বের ম্যাচে গ্রুপ পর্বের সেই উজ্জীবিত জাপানকে দেখা যায়নি। ম্যাচে বল দখলেও পিছিয়ে ছিল এশিয়া পরাশক্তিরা। ম্যাচের ৫৭ শতাংশ সময় বলের কর্তৃত্ব করেছে ক্রোয়াটরা। আর ৪৩ শতাংশ জাপান। গোলে শট নেওয়ার ক্ষেত্রে কিছুটা এগিয়ে ছিল মদ্রিচের দল। জাপানের ১০টির বিপরীতে গোলে ১২টি শচ নেয় ক্রোয়াটরা। গ্রুপ পর্বে গত বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার চেয়ে অনেক বেশি উজ্জ্বল ছিল সূর্যোদয়ের দেশটি। স্পেন ও জার্মানিকে হারিয়ে বড় চমক দেয় এশিয়া পরাশক্তিরা। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তারা উঠে আসে শেষ ষোলোয়। অন্যদিকে দ্বিতীয় সেরা হিসেবে প্রথম পর্বের বাধা পেরোয় ক্রোয়াটরা। |