রোহিত-কোহলিদের জরিমানা
ক্রীড়া প্রতিবেদক
|
![]() সোমবার আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইসিসি আচরণবিধির ২.২২ ধারা ভঙ্গ করেছে ভারতীয় ক্রিকেট দল। নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ করতে না পেরে ওভার প্রতি ম্যাচ ফির ২০ শতাংশ টাকা জরিমানা করা হয় তাদের। ৪ ওভার পিছিয়ে দেওয়া কারণে ৮০ শতাংশ জরিমানা করা হয়।’ ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে ৪ ওভার পিছিয়ে ছিল সফরকারীরা। ফলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য জরিমানা গুনতে হয় ম্যাচ ফির ২০ শতাংশ। সেই হিসাবে অঙ্কটা দাঁড়ায় ৮০ শতাংশ। ওই ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মাইকেল গফ ও তানভীর আহমেদ। থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং আম্পায়ার গাজী সোহেল ভারতীয় দলের মন্থর ওভার রেটের বিষয়টি আইসিসির কাছে অভিযোগ করেন। আম্পায়াদের অভিযোগের ভিত্তিতে আইসিসির এলিট প্যানেলের রেফারি রঞ্জন মাদুগালে শাস্তির সিদ্ধান্ত জানান। অবশ্য এই বিষয়ে কোনো কথা বলেনি ভারত অধিনায়ক রোহিত শর্মা। |