ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
|
![]() এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী ও পদপ্রত্যাশীরা। সকালে সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, রমনা কালী মন্দির গেট, দোয়েল চত্বরে এমন চিত্রই দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একের পর এক মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসেন বিভিন্ন হলের নেতারা। বিভিন্ন রংয়ের পোশাক পড়ে খণ্ড খণ্ড মিছিল আর ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মেতেছেন নেতাকর্মীরা। বিভিন্ন রঙের শাড়ি পড়ে মেয়েরাও হলগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসছেন। সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থলে প্রবেশের জন্য একাধিক গেট রাখা হয়েছে। প্রবেশ পথগুলোতে লাইনে দাঁড়িয়ে উদ্যানে প্রবেশ করতে দেখা যায় নেতাকর্মীদের। পুলিশ এসময় তল্লাশি করে প্রবেশ করাচ্ছে সম্মেলনে আসা ছাত্রলীগের নেতাকর্মীদের। বিভিন্ন জেলার নেতাকর্মীদের পাশাপাশি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও রাজধানীর ওয়ার্ড, থানা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরাও। এতে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ মুখে ভিড় দেখা গেছে। /এমএইচ/
|